বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
করোনায় কোন ব্যক্তি মারা গেলে দাফনের জন্য
আগৈলঝাড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে প্রশিক্ষন।
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন ব্যক্তি মারা গেলে তার লাশ দাফনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বরিশালের আগৈলঝাড়ায় যুবকদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আজ মঙ্গলবার সকালে উপজেলা সদরের শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে এই প্রশিক্ষন দেন কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় পরিচালক ফয়সাল মাহামুদ। তার সাথে ছিলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য কাজী ইশরাক ও পারভেজ খান। উপজেলার বতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের আল মদিনা যুবসমাজ নামের একটি সামাজিক সংগঠনের ২০ সদস্যদের এই প্রশিক্ষন দেওয়া হচ্ছে। এ ব্যাপারে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার আসাদুর রহমান মান্না সাংবাদিকদের জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন ব্যক্তি মারা গেলে তার লাশ দাফনের জন্য বারপাইকা গ্রামের একটি সংগঠন এগিয়ে আসেন। তাই তাদের সহযোগীতার জন্য উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে। তারা কিভাবে মৃত ব্যক্তির লাশ গোসল শেষে দাফন করবেন তা তাদের ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। তাদের সামাজিক দুরত্ব বজায় রেখেই প্রশিক্ষন দেয়া হয়েছে। কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় পরিচালক ফয়সাল মাহামুদ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন ব্যক্তি মারা গেলে তার লাশ দাফন জন্য কোন প্রতিষ্ঠান যদি প্রশিক্ষন চান তাহলে আমরা তাদের গিয়ে প্রশিক্ষন দিয়ে আসি। আগৈলঝাড়ায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন প্রশিক্ষন চেয়েছে তাই আমরা এসে তাদের প্রশিক্ষন দিচ্ছি। আমরা এর পূর্বেও যশোর জেলায় গিয়েও প্রশিক্ষন দিয়েছি। প্রশিক্ষন পাওয়া সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন শাহ বলেন, উপজেলার যে কোন স্থানে এই রোগে আক্রান্ত হয়ে কেহ মারা গেলে আমরা গোসল করিয়ে লাশ দাফনের ব্যবস্থা করব।