মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পূর্বাহ্ন
মোঃ জহিরুল ইসলাম সবুজ. আগৈলঝাড়া:
দেশের শষ্য ভান্ডার হিসেবে পরিচিত বরিশাল জেলার অন্যতম উপজেলা আগৈলঝাড়া। এ অঞ্চলে বোরো ধানের ভাল ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় ধান ঘরে তোলা নিয়ে শংকা দেখা দিয়েছে। জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না অনেক অসহায় কৃষক।
অন্যন্য বছর দক্ষিন ও উত্তরাঞ্চল থেকে ধানকাটার শ্রমিক আসলেও এবার গণপরিবহন বন্ধ থাকায় তারাও আসছে না। এদিকে লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়ায় কৃষকের হাতে টাকা পয়সাও নেই। এমন প্রোপটে বিপদগ্রস্থ কৃষকের পাশে দাড়িয়েছে আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে আজ বুধবার (২৯ এপ্রিল) আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কান্ধিরপার এলাকার চাষী আনিচ সরদারের এক একর (১০০ শতাংশ) জমির ধান কেটে দিয়েছেন তারা।
আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ নেতা সঞ্জয় বাড়ৈর নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী কাদা-পানি উপেক্ষা করে ধান কাটার কাজে অংশ নেয়। জমি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কৃষক আনিচ সরদারের বাড়িতে মাথায় করে কাটা ধান পৌঁছে দিয়ে মারাই করেও দেন তারা।
কৃষক আনিচ সরদারের জানান, কাচিয়াল (ধান কাটা শ্রমিক) না পেয়ে ধান কাটা যাচ্ছিল না। পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা না কেটে দিলে সব ধান ক্ষেতই নষ্ট হেয়ে যেতো।
ছাত্রলীগ নেতা সঞ্জয় বাড়ৈ বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশ অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে হবে। মানবিক কারণে আমরা অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। অসহায় কৃষকের ধানকাটা কার্যক্রম অব্যাহত থাকবে।