শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

আগৈলঝাড়ায় স্বেচ্ছাশ্রমে ধান কাটতে গিয়ে এক জনের মৃত্যু

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩১৩

মোঃ জহিরুল ইসলাম সবুজ. আগৈলঝাড়া: চলতি বারো মৌসুমে ফসলের বাম্পার ফলন হলেও করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনের কারণে প্রতিবছরের ন্যায় এবছর উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে আসতে পারেনি ধান কাটা শ্রমিক। ফলে শ্রমিক সংকটে পরে কৃষকরা পাকা ফসল ঘরে তুলতে না পারায় এলাকার বরিশালের আগৈলঝাড়া উপজেলার যুবকরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে দেয়া শুরু করে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের আদিত্য লাল হালদারের মেঝ ছেলে সমাজসেবী ভবতোষ হালদার একটি সিএন্ডএফ ফার্মে কাজ করতেন। লকডাউন শুরু হলে বাড়ি চলে আসেন। এসেই কিভাবে লোকজনের সহায়তা করা যায় তাই নিয়ে এলাকার যুবকদের সাথে আলাপ আলোচনা করতেন। পরে যুবকদের নিয়ে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দেয়ার সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় গত সোমবার বাড়ির পাশের এক কৃষকের ক্ষেতে স্বেচ্ছাসেবক নিয়ে ধান কাটতে যায়। ধান কাটার সময় দুপুরে ধানক্ষেতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ভবতোষ হালদার। সাথে থাকা স্বেচ্ছাসেবকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে সোমবার বিকেলে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তিনি বাবা, মা, স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com