রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

নীলফামারীতে কর্মহীন গরিব অসহায় মানুষের পাশে ত্রান ও ইফতার সামগ্রাহী নিয়ে নিজস্ব অর্থায়নে নুরুজ্জামান

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৬৬

মোঃ ইব্রাহিম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ

করোনার এই ক্রান্তিলগ্নে লকডাউনের কবলে থাকা বিভিন্ন শ্রেণী-পেশার
শ্রমজীবী অসহায় মানুষের মাঝে ক্রমাগত খাদ্য সহায়তার পাশাপাশি ইফতার
সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রেখেছন সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ
তাঁতীলীগ নীলফামারী জেলা শাখা নুররুজ্জামান ।
নিজ বাড়ীতেই ইফতার সামগ্রী তৈরী করে পরিবারের সদস্যদের সাথে নিয়ে সামাজিক
দুরত্ব বজায় রেখে এসব অসহায় মানুষদের বাড়ী বাড়ী গিয়ে ইফতার তুলে দিচ্ছেন
তিনি।
সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ তাঁতীলীগ নীলফামারী জেলা শাখা
নুরুজ্জামান বলেন, চলমান খাদ্য সহায়তার পাশাপাশি এসব কর্মহীন অসহায়
মধ্যবিত্ত মানুষদের মাঝে ত্রান ও ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত আছে।
পুরো রমজান মাসটা জুড়েই এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রসঙ্গত: সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ তাঁতীলীগ নীলফামারী জেলা
শাখা নুরুজ্জামান । এর পক্ষ থেকে নীলফামারী সদর প্রতিটি মসজিদ,
মাদ্রাসাসহ পাড়া মহল্লায় ছিটানো হয়েছে জীবানু নাশক। করোনা সংক্রমন ঝুঁকি
এড়াতে করা হয়েছে মাইকিংসহ ব্যাপক প্রচার-প্রচারণা। নিজস্ব অর্থায়ন ও
অস্ট্রেলিয়া প্রভাসী মোঃ আইজিদ আরাফাত (অরূপ) “ আলো” প্রতিষ্ঠাতা, সহ
বাড়াইপাড়া নির্বাসী মোঃ রবিউল ইসলাম (১) মোঃ রবিউল ইসলাম(২)এর সহযোগীতায়
দুই হাজার পাঁচশত পরিবারকে ১০ কেজি চাউল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবণ, ১
লিটার তেল, ২ কেজি আলু, ১কেজি মুড়ি ও ২টি করে কাপর কাচা সাবান সহ স্বীয়
অর্থে দফায় দফায় সাধ্যমত এসব খাদ্য সামগ্রী গরিব অসহায় মধ্যবিত্ত
পরিবারগুলি মাঝে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য ও ইফতার সামগ্রী পৌছানো অব্যাহত
রেখেছি। পাশাপাশি চলমান রেখেছি নীলফামারী সদরে আনাচে কানাচে জীবানু নাশক
স্প্রে। করোনা সংক্রমন ঝুঁকি এড়াতে করা হয়েছে সচেতনতামুলক লিফলেট
সহ ব্যাপক প্রচার-প্রচারণা।
তিনি আরো বলেন, “চলমান করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার
পক্ষ থেকে সাধ্যানুযায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে, তাই এ অঞ্চলের
বিত্ত্ববানসহ দলীয় নেতাকর্মীদের এই সকল কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের
পাশে তাঁদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করছি”।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com