রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

কক্সবাজারে ঘাতক মায়ের হাতে ছেলে খুন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৬৬

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা পরিবারের এক ঘাতক মায়ের দায়ের কোপে ঘটনাস্থলেই নিহত হয়েছে তিন বছরের এক শিশু।

নিহত শিশুর নাম লাদিব ইসলাম আরিয়ান। পুলিশ জাহানারা বেগম (২৩) নামের ঘাতক মাকে আটক করেছে। ঘটনার পর থেকে ঘাতক মা জাহানারা অসংলগ্ন আচরণ করছে।

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া পালং গ্রামে আজ শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানিয়েছে, রশিদ আহমদ নামের একজন রোহিঙ্গা তার স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে ওই গ্রামে ঘর ভাড়ায় থাকে। সাগরে মাছ ধরার কাজ করে রোহিঙ্গা রশিদ আহমদ। রশিদ আহমদের একাধিক স্ত্রী থাকার কারণে পারিবারিক অশান্তি রয়েছে দীর্ঘদিন ধরে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আকতার জানিয়েছেন, আজ সকালে ধারালো দা দিয়ে নিজের শিশুপুত্র সন্তানকে মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ ঘাতক মাকে আটক করেছে। রোহিঙ্গা রশিদ আহমদ এ সময় ঘরে অনুপস্থিত। থানার ওসি বলেন, পারিবারিক অশান্তির কারণেই এমন ঘটনা বলে মনে করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com