রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে জালিয়াতি: ভূমি অধিগ্রহণে কোটি টাকার অনিয়ম, দুদুকে অভিযোগ ভুটানকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু:প্রধান উপদেষ্টা এগুলো ‘আফটার শক’, আবারও ভূমিকম্পের ঝুঁকি আন্তর্জাতিক বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম সাকিব আল হাসানকে এবার দুদকে তলব নরসিংদী চীফজুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল কবিতা পড়লে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে কী ঘটে? নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে ভূমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগ

আগৈলঝাড়ায় সরকারি সম্পত্তি দখল মুক্ত ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩১৯

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়া উপজেলার আস্কর বাজারে প্রভাবশালী ভূমিদস্যু মোবারক হাওলাদার এবং তার ছেলে মাহবুব হাওলাদার কর্তৃক বাজারের দখলকৃত সরকারী সম্পত্তি দখল মুক্ত ও মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার পূর্বক তাদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ।

শনিবার ২৭ জুন ২০২০ সকালে উপজেলা আস্কর বাজারের ১২০টি ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে সকালে সহস্রাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসুচি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।  “আস্কর সর্বস্তরের জনগন”  ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, সরকারী সম্পত্তিতে গত ২১ ফেব্রুয়ারী গভীর রাতে চক্রিবাড়ি গ্রামের স্থানীয় প্রভাবশালী ভূমি দস্যু মোবারক হাওলাদার ও তার ছেলে মাহাবুব হাওলাদার ছয়টি দোকান ঘর নির্মান করে দখল করে।ক্ষিপ্ত হয়ে পরেরদিন সকালে ব্যবসায়িরা ও স্থানীয় জনগন বাজারের জায়গা দখল করে ঘর নির্মান দেখে দখল করা ছয়টি দোকান বিক্ষোভকারীর ভেঙ্গে খালে ফেলে দেয়। এ প্রতিবাদে  বরিশাল আদালতে মিথ্যা মামলা দায়ের করেন।

দুই ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি চলাকালে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনি মোহনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এ সময় বক্তরা বলেন মিথ্যে মামলা প্রত্যাহার পূর্বক তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যহৃত থাকবে।

আগৈলঝাড়ায় সরকারি সম্পত্তি দখল মুক্ত ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: মনোজ কান্তি

তথ্য সূত্রে জানা য়ায়, মো: মাহবুব হাওলাদার, পিতা- মোবারক হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন সেখানে আসামি করা হয় সঞ্জয় বিশ্বাস, সুব্রত বাড়ৈ, দিপঙ্কর হওলদার, লিটল অধিকারী, কমল ভাংরা, নারায়ন বিশ্বাস, অনুকুল বাড়ৈ, ডাঃমনি মোহন, অনাদি ওঝা, আশিস ওঝা,ভুলু বাড়ৈ,দেবেন শীল, বাবলু শীল,বাবু হলদার, মাঝু বিশ্বাস, আশোক (কেরপা) শ্যামল বিশ্বাস, নলিত হালদার,নিখিল রায়, সুশান্ত বিশ্বাস,অনিল বিম্বাস, পঙ্কজ মুখার্জি, ডেবিট বাড়ৈ নামে মামলা করেন ।

এর আগে গত ২১ফেব্রুয়ারী গভীর রাতে চক্রিবাড়ি গ্রামের সুন্দর আলী হাওলাদারের ছেলে স্থানীয় প্রভাবশালী ভূমি দস্যু মোবারক হাওলাদার ও তার ছেলে মাহাবুব হাওলাদারের নেতৃত্বে ৫০/৬০ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসী দল খালি বাজারের ওই ১৯ শতক খালি জায়গার উপর ছয়টি দোকান ঘর নির্মান করে দখল করে।

পরেরদিন সকালে ব্যবসায়িরা ও স্থানীয় জনগন বাজারের জায়গা দখল করে ঘর নির্মান দেখে ব্যাবসায়িরা জায়গা অবৈধ দখলমুক্তর দাবিতে অনির্দ্দিষ্ট কালের জন্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ মিছিল করে । এক পর্যায়ে রাতের আধারে দখল করা ছয়টি দোকান বিক্ষোভকারীর ভেঙ্গে পাশ্ববর্তি খালে ফেলে দেয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com