রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের কিছু সম্ভাবনা দেখা গেলেও এখনো অনেক চ্যালেঞ্জ বিদ্যমান। বিশেষ করে দ্বিতীয় দফায় করোনার আরেকটি ঝড় বিশ্ব অর্থনীতিকে দুমড়ে-মুচড়ে দিতে পারে। তাই সরকারগুলোকে সহায়তা অব্যাহত রাখতে হবে।
সৌদি আরবে অনুষ্ঠিতব্য জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠককে ঘিরে গতকাল বৃহস্পতিবার তাদের উদ্দেশে এমন বার্তা পাঠান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।
তিনি বলেন, ‘ব্যাবসায়িক কর্মকাণ্ড ক্রমেই শক্তিশালী হচ্ছে, কিন্তু এখনো আমরা সংকটমুক্ত নই।’ আইএমএফ এক পূর্বাভাসে জানিয়েছে, করোনা মহামারির কারণে বিশ্ব জিডিপি প্রবৃদ্ধি এ বছর ৪.৯ শতাংশ সংকুচিত হবে। বলা হয়, ২০০৮-২০১০ সংকটের চেয়েও এটি বড় অর্থনৈতিক সংকট।
করোনা পরিস্থিতি উত্তরণে এ বছর ১১ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা দিয়েছে জি-২০ ভুক্ত দেশগুলো। জর্জিয়েভা বলেন, ‘যতদিন প্রয়োজন এ নিরাপত্তা জাল মেনে চলতে হবে। এমনকি প্রণোদনা বাড়ানোও হতে পারে। কারণ আরো খারাপ পরিস্থিতিও আসতে পারে।’
তিনি বলেন, ‘আমরা নতুন পর্যায়ের সংকটে প্রবেশ করেছি। এ জন্য নীতিগত সহায়তা প্রয়োজন, যাতে টেকসই ও সহায়তামূলক পুনরুদ্ধার ঘটে।’ তিনি বলেন, মহামারিতে যেসব শ্রমিক চাকরি হারিয়েছে তারা চাকরি ফিরে পাবে না। তাই তাদের প্রশিক্ষণ ও সহায়তা দিতে হবে । সূত্র : এএফপি।