মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ড-এর এডহক কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন ও লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বীর মুক্তিযোদ্ধাগণ।
সোমবার (৪ আগস্ট) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে লালমনিরহাট জেলার বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ড-এর একটি কমিটি রয়েছে। কিন্তু সম্প্রতি স্বৈরাচারের দোসররা সেই কমিটিকে পাশ কাটিয়ে আরও একটি ১১সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ড-এর এডহক কমিটি গঠন করে। যে কমিটিতে বিগত আওয়ামী ফ্যাসিস্ট দলের ফিরোজুর রহমান নান্নু ও জাতীয় পার্টির হাবিবুল হক বসুনিয়াসহ আওয়ামী লীগের ৯জনও রয়েছেন। যা বিতর্কের সৃষ্টি হয়েছে। আওয়ামী এই ফ্যাসিস্ট নামধারী মুক্তিযোদ্ধারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এই দুই ব্যক্তি জেলার ভূয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে একের পর এক বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন। এই ভূয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আনার দাবি জানান।
মুক্তিযোদ্ধাগণ বলেন, জেলার কতিপয় আওয়ামী লীগ পন্থী নামধারী মুক্তিযোদ্ধা ফ্যাসিষ্ট শেখ হাসিনার গুনকৃত্তধারীর সাংগঠনিক কার্যক্রম অপতৎপরতা ও নাশকতা চালানোর অপচেষ্টাম লিপ্ত রয়েছে। তাই জেলার মুক্তিযোদ্ধাসহ সচেতন সমাজ বিতর্কিত এই কমিটি প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডের ভারপ্রাপ্ত জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান-এঁর সভাপতিত্বে এ সময় সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ এন্তাজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মিঞা, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
পরে স্বঘোষিত ও বিতর্কিত এডহক কমিটি বাতিলের দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বরাবরে স্মারকলিপি প্রদান করেন বীর মুক্তিযুদ্ধাগণ।