বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
ইব্রাহীম সুজন, নীলফামারীঃ
সাংবাদিকের পেশাগত কাজে বল প্রয়োগে বাধা দিলেন জেলা সদরের ৮ নং পঞ্চপুকুর
ইউপি চেয়ারম্যান হবিবার রহমান সরকার৷ সরকারের দেয়া ভিজিএফ বরাদ্দ বিতরণে
অনিয়ম আর সামাজিক দুরত্ব না মানেই বিতরণ এমন খবর পেয়ে আজ রোববার বিকেলে
জেলা সদরের ৮নং পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদে যায় জেলায় কর্মরত বিভিন্ন
গণমাধ্যমের সংবাদকর্মীরা৷ নজরে পড়ে সামাজিক দুরত্ব না মানার চিত্র৷ এ
নিয়ে পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান সরকারের সাথে কথা বলে ডেইলী
সান ও এনবিএস’র নীলফামারী জেলা প্রতিনিধি এম.আর.রাজু সহ জেলায় কর্মরত
বিভিন্ন গনমাধ্যমের কয়েকজন সংবাদকর্মীরা৷ এসময় উত্তেজিত হয়ে বল প্রয়োগে
পেশাগত কাজে বাধা, সাংবাদিকদের সাথে অসদাচরণসহ পেশাগত কাজে ব্যাবহৃত
ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেস্টা করে চেয়ারম্যান হবিবর রহমান৷ পরে প্রকাশ্যে
সাংবাদিকদের উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের অশ্লীল বাক্য উচ্চারণ, ক্যামেরা
ভাংচুর ও জীবন নাশের হুমকী দেয় পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান হবিবর রহমান
সরকার৷ এরফলে জীবনের নিরাপত্তা চেয়ে নীলফামারী থানায় সাধারণ ডায়েরী করে
ডেইলী সান ও এনবিএস এর নীলফামারী জেলা প্রতিনিধি এম.আর.রাজু৷ বিষয়টি নিয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আখতার এর সাথে কথা হলে, তিনি বিষয়টি
নিয়ে চেয়ারম্যান এর সাথে কথা বলবেন বলে সাংবাদিকদের জানান তিনি৷