বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: খুলনায় লামিয়া নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর মিস্ত্রীপাড়া বাজার এলাকার আরাফাত জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, নগরীর মিস্ত্রীপাড়া আরাফাত জামে মসজিদ এলাকার বাসিন্দা জামাল হোসেনের মেয়ে লামিয়া বেলা ১১টার দিকে বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিল। এমন সময় বিপরীত পাশে ইউসুফ খাঁর বাড়ির দিক থেকে শর্টগানের একটি গুলি এসে লামিয়ার বাম পায়ের ওপরের অংশে বিদ্ধ হয়। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
খুমেকের কর্তব্যরত চিকিৎসকরা বলেন, মেয়েটির জীবনের ঝুঁকি না থাকলেও পায়ের বড় ধরনের ক্ষতি হতে পারে। মেয়েটি এখনও অজ্ঞান থাকার কারণে কিছু বলতে পারেননি তারা। এদিকে ঘটনাস্থল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
এদিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। পুলিশ পুরো বিষয় তদন্ত করছে। বিস্তারিত পরে জানানো হবে।