মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সংগীত ওষুধের কাজ করে, মস্তিষ্ক বিজ্ঞানীদের দাবি এবার থেকে জীবন রক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরী চিঠি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ হচ্ছে রাঙামাটিতে নারী ও মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাসহ ১০ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে ছাত্রদল–যুবদলের দুই নেতা গ্রেপ্তার ভূমিকম্পের আতঙ্ক কাটাতে নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা নিজে মানুষ হবার শিক্ষা নেই কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার, হাদিকে নীলা ইসরাফিল কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে জালিয়াতি: ভূমি অধিগ্রহণে কোটি টাকার অনিয়ম, দুদুকে অভিযোগ

ভারতের বিরুদ্ধে সমঝোতা লঙ্ঘনের অভিযোগ চীনের

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘনের অভিযোগে করেছে চীন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশে চীনা দূতাবাসের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ৩১শে আগস্ট ভারতীয় সেনারা ইতিপূর্বে গৃহীত ভারত ও চীনের মধ্যেকার বহু স্তরের সমঝোতা চুক্তি এবং আলাপ-আলোচনার মাধ্যমে পৌঁছানো ঐক্যমত্যকে লঙ্ঘন করেছে। তারা প্যানগং তিসো হ্রদের দক্ষিণ তীরে এবং চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলে রেকিন গিরিপথের কাছ দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। সেই সাথে সুস্পষ্টভাবে আপত্তিজনক উস্কানি প্রদান করেছে যা পুনরায় সীমান্তবর্তী অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। ভারতের এই অবৈধ পদক্ষেপ চীনের রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে চূড়ান্তভাবে আঘাত করেছে।

এতে আরো বলা হয়, এমন আচরণ দু’দেশের মধ্যকার পারস্পরিক চুক্তিসমূহ, প্রোটকলসমূহ এবং ঐক্যমত্যসমূহকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। তাদের এই অনুপ্রবেশ চীন এবং ভারত সীমান্তের শান্তি এবং স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ভারত যা করেছে চীন তার দৃঢ় বিরোধিতা করে কেননা এটি দীর্ঘদিন ধরে সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় উভয় দেশের চলমান প্রচেষ্টার সম্পূর্ণ বিপরীত।

এ ঘটনায় চীন আনুষ্ঠানিকভাবে প্রতিনিধি প্রেরণের মাধ্যমে ভারতকে তার সীমান্তে নিয়োজিত সেনাদলকে কঠোরভাবে নিয়ন্ত্রণ ও সংযত রাখার, অঙ্গীকারসমূহকে আন্তরিকভাবে সম্মান ও অবিলম্বে সকল উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে বলেছে। এছাড়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনকারী ভারতীয় বাহিনীকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেয়ার এবং অনতিবিলম্বে উত্তেজনামূলক পরিস্থিতি জটিল কিংবা তীব্রতর করতে পারে এমন যে কোনো কার্যাবলী থেকে বিরত থাকার আহবান জানিয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com