সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: মিসরের একটি আদালত দেশটির বৃহত্তম ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
ইসরাইল ঘনিষ্ঠ দেশটির বন্দরনগরী পোর্ট সাঈদের একটি ফৌজদারি আদালতের বিচারক সামি আব্দের রহিম শনিবার এ রায় দেন। খবর আলজাজিরার।
খবরে বলা হয়েছে, ২০১৩ সালে পোর্ট সাঈদে যে সহিংসতা হয়েছিল, তাতে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ বাদিকে ওই দণ্ড দেয়া হয়।
মোহাম্মদ বাদির সঙ্গে মুসলিম ব্রাদারহুডের অপর দুই নেতা মোহাম্মদ আল-বালাতাজি ও সাফওয়াত আল-হিজাজিকেও একই দণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া মুসলিম ব্রাদারহুডে আরও ৯ জন সমর্থকও একই দণ্ড পেয়েছেন।
পোর্ট সাঈদের ওই আদালত একই মামলায় অপর ৫৭ অভিযুক্তকে তিন বছর করে কারদণ্ড দিয়েছেন।
২০০৩ সালে মিসরের তৎকালীন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন।
এ ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসা হাজার হাজার ব্রাদারহুড নেতাকর্মীকে কঠোর হাতে দমন করে মিসর সরকার। ফলে সারা দেশে ব্যাপক দাঙ্গা ও সহিংসতা দেখা দেয়। সিসি সরকার ওই সহিংসতার জন্য মুসলিম ব্রাদারহুডকে দায়ী করে।