বুধবার, ১৬ Jul ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা লালমনিরহাটে মাদক সেবনকারী ও পাচারকারী চক্রের ছোবলে তরুন ও যুব সমাজ লালমনিরহাটে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা; ঝরে পড়ছে শিক্ষার্থীরা এইচ টু বিল্ডার্সের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি: রাজউকের দৃষ্টি আকর্ষণ বীর মুক্তিযোদ্ধা খ.ম. আমীর আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মুক্তিযোদ্ধা ও জনসাধারণের প্রতিবাদে উত্তাল জনমত ট্রান্সফরমার নষ্ট হওয়ার ঘটনায় বিতর্কিত ক্ষতিপূরণ বিল: নীলফামারীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে জোরপূর্বক আদায়ের অভিযোগ নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে চলছে অফিসের কার্যক্রম আদালতের নির্দেশ উপেক্ষা: ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে” ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি
ভুয়া সার্টিফিকেট তৈরি করে ফার্মেসিতেই বসে চিকিৎসা, ফার্মেসি সিলগালা

ভুয়া সার্টিফিকেট তৈরি করে ফার্মেসিতেই বসে চিকিৎসা, ফার্মেসি সিলগালা

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাটহাজার বাজারের শাহ আমানত ফার্মেসিতে গিয়াস উদ্দিন (৩০) নামের এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে ধরে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ। অভিযানে ফার্মেসিটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

সূত্রে প্রকাশ, হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে ভুয়া চিকিৎসকের হিড়িক পড়েছে। যত্রতত্র গ্রাম-গঞ্জে, পৌর  সদরে, সড়ক, মহাসড়কের পাশে চেম্বার খুলে বসে আছেন এসব ভুয়া এমবিবিএস ডাক্তার।

ভুয়া সার্টিফিকেট তৈরি করে ফার্মেসিতেই বসে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে অনেক প্রতারক। নানা প্রতারণার স্বীকার হচ্ছে অনেক জনসাধারণ। তাদের চিকিৎসা সেবা নিয়ে উল্টো অপচিকিৎসার শিকার হচ্ছে সাধারণ মানুষ।

সংবাদ পেয়ে এ ভুয়া চিকিৎসকের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ। আজ বুধবার হাটহাজারী উপজেলার কাটিরহাট বাজারে আমানত ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ভুয়া চিকিৎসক প্রমাণিত হয়। তার শিক্ষাগত যোগ্যতার ভুয়া সার্টিফিকেট, প্যাড ও ড্রাগ লাইসেন্স জব্দ করা হয়। ডাক্তারি পেশার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তার কোনো কাগজপত্র দেখাতে পারেনি প্রতারক চিকিৎসক।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে প্রতারণার অপরাধে সংশ্লিষ্ট আইনে শাহ আমানত ফার্মেসিকে সিলগালা করা হয়েছে। ফার্মেসির সাইনবোর্ড ধ্বংস করাসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। উক্ত ফার্মেসীর দোকানি ভুয়া চিকিৎসক গিয়াস উদ্দিন (৩০) কে জরিমানা আদায় করে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জানতে চাইলে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ জানান, প্রতিনিয়ত একশ্রেণীর লোভী ভুয়া চিকিৎসক যত্রতত্র ফার্মেসি খুলে দিয়ে নানা ধরনের রোগীর সঙ্গে প্রতারণা করে আসছে। এতে রোগীরা একদিকে অর্থ হারাচ্ছে অন্যদিকে ভুলভাল ঔষধ সেবন করে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছে।

অসাধু ভুয়া ডাক্তার সেজে নানা প্রতারণার অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে  শাহ আমানত ফার্মেসি নামের এ দোকানিকে জরিমানা, অবৈধ প্যাড, ভুয়া ড্রাগ লাইসেন্স জব্দসহ ফার্মেসিটিকে সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com