সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নওগাঁর ঐতিহ্যবাহী হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দিতে রাষ্ট্রপক্ষের আবেদন উজানের ঢলে প্লাবিত উত্তরের ৪ জেলা- পানিবন্দি লক্ষাধিক মানুষ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক জিয়াউল হক ভাঙন আতঙ্কে তিস্তা পাড়ের মানুষ ১৯৯২: শাহ আমানত বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু কবে থেকে হিজবুল্লাহপ্রধানকে হত্যায় অভিযান চালানো হয়, জানালো ইসরায়েলের কর্মকর্তারা মুন্সিগঞ্জের সিরাজদিখানে সুমনের অত্যাচার-নির্যাতনে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বাংলাদেশের অপরাজনীতির নিকৃষ্ট উদাহরণ পিরোজপুরের মহারাজ-মিরাজ মাধবপুরে টোল আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১৯
সাংবাদিকদের সঙ্গে আগৈলঝাড়া থানার ওসির মতবিনিময়

সাংবাদিকদের সঙ্গে আগৈলঝাড়া থানার ওসির মতবিনিময়

মোঃ জহিরুল ইসলাম সবুজ, আগৈলঝাড়াঃ
বরিশালের আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. গোলাম ছরোয়ার এর সাথে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র কার্যকারী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। গতকাল দুপুরে আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. গোলাম ছরোয়ার এর অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এসময় আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র কার্যকারী কমিটির নেতৃবৃন্দরা ওসি মো. গোলাম ছরোয়ারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. গোলাম ছরোয়ার, আগৈলঝাড়া রিপোটার্স ইউনিটি’র সভাপতি দৈনিক যায়যায় দিন পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি মোল্লা আসাদুজ্জামান সবুজ, সাধারন সম্পাদক ও এশিয়ান টেলিভিশন এবং দৈনিক আমাদের সময় পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারন সস্পাদক ও আনন্দ টিভির আগৈলঝাড়া প্রতিনিধি সৈকত বাড়ৈ, দপ্তর সম্পাদক ও দৈনিক আমার সংবাদ পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি জগদীশ মন্ডল, নির্বাহী সদস্য ও দৈনিক বাংলাদেশের খবর এবং সুন্দরবন পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি নিরাঞ্জন মন্ডল, কোষাদক্ষ ও সংবাদ প্রতিদিন পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি মলয় বিশ্বাস ও সাংবাদিক মনির পাইক উপস্থিত ছিলেন।
এ সময় আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, পুলিশ ও সাংবাদিক জনগণের বন্ধু। সবার উদ্দেশ্য এক ও অভিন্ন। পুলিশ যেমন অপরাধ দমন ও জনগণের জানমাল রায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেন, তেমনি সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করে থাকেন। অপরাধ নির্মূল করে আগৈলঝাড়া উপজেলাকে একটি শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। বিপদ-আপদে সব সময় আইন-শৃঙ্খলা বাহিনী সাংবাদিকদের পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. গোলাম ছরোয়ার। আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র পক্ষ থেকে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগীতা করার আশ্বাস দেন সাংবাদিক নেতারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com