রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে জালিয়াতি: ভূমি অধিগ্রহণে কোটি টাকার অনিয়ম, দুদুকে অভিযোগ ভুটানকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু:প্রধান উপদেষ্টা এগুলো ‘আফটার শক’, আবারও ভূমিকম্পের ঝুঁকি আন্তর্জাতিক বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম সাকিব আল হাসানকে এবার দুদকে তলব নরসিংদী চীফজুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল কবিতা পড়লে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে কী ঘটে? নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে ভূমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগ

পিরোজপুরের পাড়েরহাট বাজারে টিসিবি পন্য বিক্রয় কালে বিক্রেতার উপরে আর্তকিত হামলার অভিযোগ:

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৪৪

বিশেষ প্রতিনিধি: টিসিবি পন্য বিক্রেতা মের্সাস আলতাফ স্টোর পোঃ মোঃ আলতাফ হোসেন গত ১৭-০৪-২০২১ ইং রোজ শনিবার টিসিবি পন্য বিক্রয়কালে পার্শবর্তী দোকানদার ফারুক গাজীর ছেলে মোঃ মুনান গাজী এবং তার সাথে থাকা অজ্ঞাতনামা কিছু  উগ্রপন্থি লোকজন একত্রে পূর্ব পরিকল্পিতভাবে আলতাফ হোসেনকে আক্রমন করে বলে অভিযোগ করেন আলতাফ হোসেন এবং তার ছেলে মোঃ মনির হোসেন। বার্ধাক্য জনিত কারনে একই দোকানে বাবা এবং ছেলে সৎ ও নিষ্ঠার সহিত দীর্ঘদিন যাবৎ টিসিবি পন্য সেবা দিয়ে আসছেন পাড়েরহাট বন্দর বাজারে আসা. পার্শবর্তী ইউনিয়নের সাধারন ভোক্তাদের। হঠাৎ করে আর্তকিত হামলায় বাবা এবং ছেলে দুইজনই মাসনিকভাবে  আতঙ্কে দিন কাটাচ্ছে ফারুক গাজীর ছেলে মুনান গাজীর হুমকিতে, এ ব্যপারে আলতাফ হোসেন জানান ১৯-০৪-২০২১ ইং তারিখে সুষ্ঠু আইনী  পরামর্শ এবং বিচার পাইবার জন্য পিরোজপুরের পুলিশ সুপার মহোদয়, অফিসার ইনচার্জ ইন্দুরকানী থানা, জেলা প্রশাসক মহোদয় পিরোজপুর, উপজেলা নির্বাহী অফিসার ইন্দুরকানী, উপ-উর্দ্ধতন কার্যনির্বাহী অফিসার টিসিবি আঞ্চলিক শাখা, খুলনাতে লিখিত অভিযোগ জানান ভূক্তভূগিরা আতঙ্কের ভিতরে দোকানে সময় কাটাচ্ছে। এই আপত্তিকর ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় কোন ক্রেতা সমাগম দেখা যাচ্ছেনা আলতাফ স্টোরে। ভয়ে এবং আতঙ্কে থাকা আলতাফ হোসেন দোকান মুখী না হওয়ার কারন জনাতে চাইলে উক্ত প্রতিবেদকে জানান হামলাকারীরা হি¯্র প্রকৃতির  যে কোনো সময় জানে মেরে দেওয়ার  ভয়ে আছে তারা। এমতা অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের সাহায্য ছাড়া কিছুই করার নাই বলে জানিয়েছেন আলতাফ হোসেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com