শনিবার, ১৯ Jul ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদাবাজি বিরোধী অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জে সেচ্ছাসেবক দল নেতাসহ ৩ জন গ্রেপ্তার মায়ের ভিডিও দেখিয়ে মেয়েকেও ধর্ষণ করায় যুবককে গলা কেটে হত্যা: গ্রেফতার-৩ লালমনিরহাট ১৫ বিজিবি’র সাড়াশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ! কারফিউয়ের সময়সীমা বেড়েছে গোপালগঞ্জে: গ্রেফতার ১শ ৬৪ জন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্টারলিংকের যাত্রা গোপালগঞ্জে নদীপথে টহল জোরদার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী দক্ষিণ কেরাণীগঞ্জে প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনায় তিন জন গ্রেপ্তার লালমনিরহাটে ফসল রক্ষায় কাকতাড়ুয়া গোপালগঞ্জে এনসিপি ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে-৫ গার্ডিয়ান লাইফের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত
পিরোজপুরের পাড়েরহাট বাজারে টিসিবি পন্য বিক্রয় কালে বিক্রেতার উপরে আর্তকিত হামলার অভিযোগ:

পিরোজপুরের পাড়েরহাট বাজারে টিসিবি পন্য বিক্রয় কালে বিক্রেতার উপরে আর্তকিত হামলার অভিযোগ:

বিশেষ প্রতিনিধি: টিসিবি পন্য বিক্রেতা মের্সাস আলতাফ স্টোর পোঃ মোঃ আলতাফ হোসেন গত ১৭-০৪-২০২১ ইং রোজ শনিবার টিসিবি পন্য বিক্রয়কালে পার্শবর্তী দোকানদার ফারুক গাজীর ছেলে মোঃ মুনান গাজী এবং তার সাথে থাকা অজ্ঞাতনামা কিছু  উগ্রপন্থি লোকজন একত্রে পূর্ব পরিকল্পিতভাবে আলতাফ হোসেনকে আক্রমন করে বলে অভিযোগ করেন আলতাফ হোসেন এবং তার ছেলে মোঃ মনির হোসেন। বার্ধাক্য জনিত কারনে একই দোকানে বাবা এবং ছেলে সৎ ও নিষ্ঠার সহিত দীর্ঘদিন যাবৎ টিসিবি পন্য সেবা দিয়ে আসছেন পাড়েরহাট বন্দর বাজারে আসা. পার্শবর্তী ইউনিয়নের সাধারন ভোক্তাদের। হঠাৎ করে আর্তকিত হামলায় বাবা এবং ছেলে দুইজনই মাসনিকভাবে  আতঙ্কে দিন কাটাচ্ছে ফারুক গাজীর ছেলে মুনান গাজীর হুমকিতে, এ ব্যপারে আলতাফ হোসেন জানান ১৯-০৪-২০২১ ইং তারিখে সুষ্ঠু আইনী  পরামর্শ এবং বিচার পাইবার জন্য পিরোজপুরের পুলিশ সুপার মহোদয়, অফিসার ইনচার্জ ইন্দুরকানী থানা, জেলা প্রশাসক মহোদয় পিরোজপুর, উপজেলা নির্বাহী অফিসার ইন্দুরকানী, উপ-উর্দ্ধতন কার্যনির্বাহী অফিসার টিসিবি আঞ্চলিক শাখা, খুলনাতে লিখিত অভিযোগ জানান ভূক্তভূগিরা আতঙ্কের ভিতরে দোকানে সময় কাটাচ্ছে। এই আপত্তিকর ঘটনাকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় কোন ক্রেতা সমাগম দেখা যাচ্ছেনা আলতাফ স্টোরে। ভয়ে এবং আতঙ্কে থাকা আলতাফ হোসেন দোকান মুখী না হওয়ার কারন জনাতে চাইলে উক্ত প্রতিবেদকে জানান হামলাকারীরা হি¯্র প্রকৃতির  যে কোনো সময় জানে মেরে দেওয়ার  ভয়ে আছে তারা। এমতা অবস্থায় যথাযথ কর্তৃপক্ষের সাহায্য ছাড়া কিছুই করার নাই বলে জানিয়েছেন আলতাফ হোসেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com