শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:০০ অপরাহ্ন

আমি বাসায় আছি, আপনিও থাকুন, প্রয়োজনে অনলাইনে শপিং করুন: ফারিয়া

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৩৭১

বিনোদন ডেস্ক- 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। ২০০৭ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর তিনি শোবিজে ঢুকে পড়েন। প্রথমে বিজ্ঞাপনে এবং পরে নাটকে অভিনয় শুরু করেন। তার দেখা মিলিছে রুপালি পর্দায়ও।

তারপর তিনি বেশ আলোচনায় এসেছেন ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় সিজনে অভিনয় করে। কাজল আরেফিন অমি পরিচালিত এ নাটকে ‘অন্তরা’ চরিত্রে তাকে দেখতে পেয়েছে দর্শক।

এবার নিজের ফেসবুকে করোনা মহামারির দ্বিতীয় দাপটে অনুরাগীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া শাহরিন লিখেছেন, ‘একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করতে পারেন। আমি বাসায় আছি, আপনিও থাকুন। খুব বেশি ইচ্ছা হলে অনলাইনে শপিং করুন। শপিংমলে গিয়ে নিজে ভাইরাস বাসায় আনবেন না। বাবা-মাকেও অসুস্থ করবেন না, প্লিজ। অবস্থা এইবার আগের চেয়ে অনেক অনেক বেশি খারাপ, অনেক বেশি।’

প্রসঙ্গত, সম্প্রতি মালদ্বীপ থেকে ঘুরে এসেছেন এই অভিনেত্রী। দেশে ফিরেই নিজেকে ঘরবন্দি করেছেন তিনি। আপাতত কোন শুটিংয়ে অংশ নিচ্ছেন না ফারিয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com