সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন
মোঃ জহিরুল ইসলাম সবুজ. আগৈলঝাড়া:
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস এই দিন। মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠার আর শ্রমিকদের শোষণ-বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখারও এই দিনটি করোনা ভাইরাসের প্রর্দুভাবের মধ্যেও সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আকারে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে।
আজ (শনিবার) সকালে উপজেলা সদরে আওয়ামী লীগের কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত আকারে পালন করেছে আগৈলঝাড়া উপজেলা শ্রমিক লীগ। সকাল ১০টায় সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন। পরে শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালে মো. লিটন সেরনিয়াবাত, শ্রমিকলীগ সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া।
এসময় উপস্থিত ছিলেন বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আওয়ামী লীগ নেত্রী পিয়ারা ফারুক বখতিয়ার, যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি ও ইজি বাইক সমিতির সভাপতি মিন্টু সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগসাধারন সম্পাদক জাকির হোসেন পাইক, শ্রমিক লীগ প্রচার সম্পাদক নুরে আলম পাইক, মৃদুল দাস. শ্রমিক লীগ নেতা আনোয়ার পাইক. রুপম দাস. ছলেমন ফকির. ইদ্রিস ফকির, তারেক পাইক, রুবেল মৃধা. সফোর সরদার. জামাল ফকির. অজিৎ হালদার. আলম মিয়া, রনজিৎ মজুমদার, কৌশিক মজুমদার কালা প্রমূখ।