শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

ঈদের আগেই চীনা টিকা পাব, আমরা আশাবাদী : পররাষ্ট্রমন্ত্রী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২২৭

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ঈদুল ফিতরের আগেই টিকা ডেলিভারি দিতে চীন সরকার কাজ শুরু করেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সম্প্রতি জানিয়েছেন টিকা ঈদের আগেই ঢাকায় আসা শুরু করবে।

আজ মঙ্গলবার গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ও চীন ও রাশিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করবে উল্লেখ করে তিনি বলেন, কখন এবং কত ডোজ টিকা কিভাবে আসবে তা স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তারা জানে কখন এটা আমাদের দরকার।

তিনি বলেন, চীনে পাঁচ দিনের মে দিবসের ছুটি চলছে, যা ৫ মে শেষ হবে। এই ছুটির কারণে চীনে সব কিছু বন্ধ থাকবে।

টিকা পেতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অর্ডারের ভিত্তিতে ভ্যাকসিন উৎপাদন হওয়ায় কিছু সময় লাগবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com