সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

আজও বৃষ্টির সম্ভাবনা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮৬

ঋতুরাজ বসন্তের আগমন শুরু হতে না হতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। রোববার দিবাগত রাত তিনটা থেকে ঝড়ো বাতাসসহ বৃষ্টি হয়। আধাঘণ্টা ধরে চলে এ বৃষ্টি। পরে সকাল ফের রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।

শীত শেষে বসন্তের এ বৃষ্টি সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনেও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, এ সময়ে বৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। কালবৈশাখী ঝড়ের মৌসুম চলে এসেছে। এ সময় মাঝে মাঝেই দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে এটা মাঝে মাঝে হবে। আপাতত টানা বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা বিভাগের দু’এক জায়গাসহ কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরো বলা হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়ার অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরই ফলেই এই বৃষ্টি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com