মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
যৌনকর্মীদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

নবীনগরে এজেন্ট ব‍্যাংকিং এর টাকা ছিনতাই, গ্রেফতার ২; টাকা উদ্ধার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

নবীনগর সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ব্যাংক এশিয়ার একটি এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে কৌশলে টাকা ডাকাতির ঘটনায় সাইফুল ও হাবিব নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ১২ লাখ ৪৫ হাজার টাকাও। ডাকাতির ঘটনায় এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের মালিক সাদেক মিয়া বাদী হয়ে আখাউড়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। গতকাল বুধবার গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল নবীনগর উপজেলার নাড়ুই নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে ও হাবিব একই গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা দোষ শিকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিশ্বস্থ মোটরসাইকেল চালকের সহযোগিতায় একটি চক্র এ ঘটনা ঘটানোর তিন দিনের মধ্যে পুলিশ ওই টাকা উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করে। ঘটনার সাথে জড়িত ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ পাড়ার জুম্মানকে খুঁজছে পুলিশ। আরও কয়েকজনের উপর চালাচ্ছে কঠোর নজরদারি। আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নবীনগরের নোয়গাঁও এলাকায় এজেন্ট ব্যাংকিয়ের টাকা লেনদেনের জন্য প্রতিনিয়তই ব্রাহ্মণবাড়িয়া আসেন এনামুল হক। এ কাজে তিনি স্থানীয় বিশ্বস্থ ভাড়ায় মোটরসাইকেল চালক হাবিবুর রহমানকে নিয়ে আসেন। এরই মধ্যে হাবিবুর রহমান টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন। তিনি সাইফুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে এ নিয়ে পরিকল্পনা করেন। সাইফুল যোগাযোগ করেন ব্রাহ্মণবাড়িয়ার জুম্মান নামে এক যুবকের সঙ্গে। তিনি আরও জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২০ শে জুন নবীনগর ফেরার পথে আখাউড়ার রুটি এলাকায় এনামুল হকের পথরোধ করে ১৬ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়। পরে এজেন্ট ব্যাকিং এর মালিক সাদেক মিয়া আখাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। সন্দেহভাজন হিসেবে হাবিবুর ও সাইফুলকে আটকের পর পুলিশ বিস্তারিত জানতে পারে। এ অবস্থায় তাদের দেয়া স্বীকারোক্তি মতে ২২ জুন বিকেলে নারুই পূর্বপাড়ার এলাকায় ব্রিজের নিচ থেকে ৬ লাখ ৪৫ হাজার টাকা ও বুধবার দুপুরে জুম্মানের ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি থেকে ৬ লাখ টাকা উদ্ধার করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com