মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন

গজারিয়ায় নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন

গজারিয়ায় নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে উপজেলা প্রশাসন

গজারিয়া প্রতিনিধি সুমন খান:

গজারিয়ায় মেঘনা নদীর তীরবর্তী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরী। আজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর, গোয়ালগাঁও গ্রামের প্রায় তিন কিলোমিটার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

স্থানীয় গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রতি বছর’ই বর্ষা মৌসুমে মেঘনা নদী তীরবর্তী এই গ্রামগুলো ভাঙ্গনের শিকার হয়।তখন তড়িগড়ি করে স্থানীয় প্রশাসন বাঁশের বেড়া ও বালু ভর্তি বস্তা ফেলে সাময়িক বাঁধ দিয়ে ভাঙ্গন রক্ষার চেষ্টা করেন। আমরা এর স্থায়ী সমাধান চাই। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম বলেন,এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে স্থায়ী বাঁধ নির্মাণের,আমরাও ইতিমধ্যে সরকারের বিভিন্ন দপ্তরের এই বিষয়ে লিখেছি, তাছাড়াও আমরা অস্থায়ী বাঁধ নির্মাণ করে নদী ভাঙ্গন রক্ষা করেছি।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, বিজয় টিভি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম নয়ন, উপজেলা যুবলীগ আবুল বাশার,আজিজুল হক পার্থ,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আশ্ররাফুল ইসলাম জয়,হারুন আর রশিদ প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com