শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
গজারিয়া প্রতিনিধি সুমন খান:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ডকইয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে তুহিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত তুহিন হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী বাজার এলাকার বাসিন্দা মো. হাবিবউল্লাহর ছেলে। তিনি মোখলেসুর রহমানের ডকইয়ার্ডে শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে হোসেন্দী ইউনিয়নে জামালদী এলাকায় মোকলেছের ডকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে তুহিন ডকইয়ার্ডে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেয়ামত শুকরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রইছ উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এবিষয়ে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।