মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

ময়মনসিংহ ক্লাব লিঃ এর পক্ষ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে সাত লক্ষ টাকার চিকিৎসা সামাগ্রী প্রদান

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৩৪

নিজস্ব প্রতিনিধি: জেলা প্রশাসক ময়মনসিংহ এর সম্মেলন কক্ষে সোমবার (১৯ জুলাই) ময়মনসিংহ ক্লাব লিঃ এর পক্ষ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতাল কর্তৃপক্ষের নিকট চিকিৎসা সামাগ্রী প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব ফজলুল কবীর, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মোঃ এহতেশামুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ ক্লাব লিঃ এর সাধারণ সম্পাদক একেএম সাজ্জাদ হোসেন শাহীন, ক্লাবের এর অন্যান্য সদস্যগণ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ জেলা প্রশাসন, ময়মনসিংহের সহকারী কমিশনারগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বগণ প্রমুখ। এ সময় ময়মনসিংহ ক্লাব লিঃ এর পক্ষ থেকে মমেক হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ৭,০০,০০০ (সাত লক্ষ) টাকা মূল্যমানের চিকিৎসা সামগ্রী তুলে দেওয়া হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com