সোমবার, ২১ Jul ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
সরকার ঘোষিত লকডাউনের মধ্যে উচ্চস্বরে মাইক বাজিয়ে লোকসমাগম করে পিকনিকের আয়োজন করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পিকনিক পার্টিকে দুই হাজার টাকা জরিমানা করেছে।
রবিবার রাতে গৌরনদী উপজেলার কাসেমাবাদ মহল্লার লালপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক। অপরদিকে একইদিন সন্ধ্যায় সরকার নির্ধারিত সময়ের পর লোকসমাগম করে ব্যবসা পরিচালনা করায় উপজেলার বিভিন্ন এলাকার ছয় ব্যবসায়ীকে তিন হাজার সাতশ’ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার।###