বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

অভিযোগ প্রত্যাহারের জন্য পুলিশ সদস্যর হুমকি

অভিযোগ প্রত্যাহারের জন্য পুলিশ সদস্যর হুমকি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
হামলার ঘটনায় থানায় দায়ের করা লিখিত অভিযোগ প্রত্যাহারের জন্য এক পুলিশ সদস্যর বিরুদ্ধে হুমকি অব্যাহত রাখার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামের।

সোমবার দুপুরে ওই গ্রামের খ্রীষ্ট সম্প্রদায়ের মৃত রমল হালদারের পুত্র প্রদীপ হালদারের লিখিত অভিযোগে জানা গেছে, একই বাড়ির যৌথ শরিকানা একটি পুকুর লিজ নিয়ে তিনি মাছ চাষ করে আসছেন। পুকুরের অংশীদার মৃত সুধীর হালদারের ভাগের টাকা তার বিধবা স্ত্রী স্বর্ণলতা হালদারকে বুঝিয়ে দেয়া হয়। এতে ক্ষিপ্ত হন স্বর্ণলতার মেয়ে করুনা হালদারের স্বামী ঝালকাঠী পুলিশ লাইন্সে নায়েক পদে কর্মরত খোকন অধিকারী।

অভিযোগে আরও জানা গেছে, গত ২২ জুলাই বিকেলে পুলিশ সদস্য খোকন অধিকারী তার স্ত্রীর অংশের টাকার জন্য প্রদীপ হালদারকে চাঁপ প্রয়োগ করেন। এসময় উভয়ের মধ্যে বাগবিতন্ডার একপর্যায়ে পুলিশ সদস্য খোকন অধিকারী অর্তকিতভাবে প্রদীপ হালদারের ওপর হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে স্ত্রী পারভীন হালদার ও তার মা জোসনা হালদার এগিয়ে আসলে খোকন অধিকারী তাদেরকেও মারধর করে আহত করে।

স্থানীয় আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। হামলার ঘটনায় গত ২৩ জুলাই আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ সরেজমিনে তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেলেও আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

প্রদীপ হালদার আরও অভিযোগ করেন, থানায় লিখিত অভিযোগ দায়েরের পর হামলাকারী পুলিশ সদস্য খোকন অধিকারী অভিযোগ প্রত্যাহারের জন্য তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানোর হুমকি প্রদর্শন করে আসছেন।

অভিযোগ অস্বীকার করে ঝালকাঠী পুলিশ লাইন্সে নায়েক পদে কর্মরত খোকন অধিকারী সাংবাদিকদের বলেন, হামলার দিন আমি আমার কর্মস্থলে উপস্থিত ছিলাম। ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে থানায় মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com