বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত কদমতলী থানার কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে
তখন ছিলাম মডেল-অভিনেত্রী, এখন নারী ও মা: তিন্নি

তখন ছিলাম মডেল-অভিনেত্রী, এখন নারী ও মা: তিন্নি

ডেস্ক নিউজ: বেশ কিছুদিন ধরেই দেশের বিনোদন অঙ্গনে বিরাজ করছে ব্যাপক অস্থিতরতা। তাই স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে এখন শোবিজ অঙ্গনের এপিঠ-ওপিঠ। পরীমণিকাণ্ড নিয়ে যখন দেশজুড়ে তোলপাড়, ঠিক এই সময়ে এক সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নির নামও অনেকে সমালোচনায় আনার চেষ্টা করেছেন। আর বিষয়টি নিয়ে এরই মধ্যে বিস্ময় প্রকাশ করলেন কানাডা প্রবাসী এই অভিনেত্রী।

কোনো গুজবে অকারণে তাকে না জড়ানোর অনুরোধ করেছেন তিন্নি। এ বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে ব্যক্তি জীবনের পাশাপাশি আরও কিছু বিষয় তুলে ধরেছেন তিনি। সেখানে লেখেন, ‘২০১০ সাল থেকে একই কাসুন্দি। কী হইলো কেমনে হইলো- এসব চলতেছে। হায়রে মানসিকতা! সময়ের সঙ্গে মানুষের উন্নতি হয় আর আমাদের ওই একই ঘ্যানঘ্যানানি আর ভালো লাগে না।’ সেই সময়ের আর এই সময়ের তিন্নির মধ্যে কতোটা পার্থক্য, সে বিষয়ে এই অভিনেত্রী লেখেন, ‘তখনকার আমি আর এখনকার আমির মধ্যে পার্থক্য হলো- এখন আমি সুন্দর দুটি কন্যাসন্তানের মা। তখন ২১-২২ বছর বয়সী তিন্নি মডেল-অভিনেত্রী ছিল। আর এখন ৩৭ বছর বয়সী নারী ও একজন মা।’ তিনি জানান, ‘আমি আগের মতোই মনখোলা ও আশাবাদী মানুষ। এখনো প্রাণ ভরে হাসি। যেকোনো পছন্দের গানের সঙ্গে নেচে উঠবো, মানুষকে রেঁধে খাওয়াবো। কারো কষ্টের সময়ে পাশে দাঁড়াবো। কষ্ট পেয়েছি, তাই কষ্টের মূল্য বুঝি।’ নিজের জীবনে ঘটে যাওয়া আগের কোনো বিষয় সামনে না নিয়ে আসার আহ্বান জানিয়ে এই তিন্নি লেখেন, ‘আমি আর অভিনয় করছি না। সুতরাং একজন মাকে এসব চুলকানি থেকে বাদ দেওয়া যায় না! আমরা সবাই তো কারো সন্তান, আমারো তো মা-বাবা আছে, নাকি? আমাদের নিয়ে অন্য মানুষ খারাপ বললে, আমাদের সন্তান, মা-বাবাও কষ্ট পান। এটাই কী স্বাভাবিক নয়?’ কিছুটা আক্ষেপ প্রকাশ করে প্রবাসী এই অভিনেত্রী লেখেন, ‘শুনেছিলাম, ‘মানুষের হায় (অভিশাপ) লাগলে মানুষ সর্বস্বান্ত হয়ে যায়। আমার কথা বলছি না, আমাদের বাবা-মা, সন্তানদের কষ্টের হায় লাগার কথা বলছি। আমরা কী পারি না- ভালোভাবে ভদ্রভাবে সবকিছু উপস্থাপন করতে? দয়া করে নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন! আসুন, সবাই আবার মানুষের মতো কাজ করি। ’ সন্তানদের জন্য দোয়া চেয়ে তিন্নি স্ট্যাটাসটির শেষভাগে লেখেন, ‘জীবনে ভণ্ডামি করি নাই। করলে হয়তো অনেক ভালো জীবন হতে পারতো। যাই হোক, সবাই আমার ও আমার সন্তানদের জন্য দোয়া-আশীর্বাদ করবেন। যেন দিন শেষে সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি।’ ২০০২ সালে মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে যাত্রা করেন তিন্নি। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ধারাবাহিক ‘৬৯’ নাটকের সুবাদে তার অভিনয় শুরু। এরপর দর্শকদের তিনি উপহার দিয়েছেন অসংখ্য নাটক। অভিনয় করেছেন ‘ডুবসাঁতার’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘সে আমার মন কেড়েছে’ সিনেমাতেও। ২০১৭ সালে তিন্নি ‘কুয়াশার ভিতরে একটি মৃত্যু’ শিরোনামে নাটকে অভিনয় করেন। এই নাটকে তিন্নি অভিনয় করেন সজলের বিপরীতে। এরপর তাকে আর অভিনয়ে নিয়মিত পাওয়া যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com