শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক: সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন উঠেছিলো সাবেক রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। শোনা যাচ্ছিল প্যারিসে যাবেন তিনি, দেখা যাবে মেসি-রোনালদোর “অবিশ্বাস্য” জুটি। পিএসজিকে নিয়ে গুঞ্জনটা যেন ছিল সবচেয়ে বেশি। লিওনেল মেসি আসায় নাকি কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে থাকতে চাইছেন না। এমবাপ্পে চলে গেলে শূন্যতা পূরণে রোনালদোকে আনতে পারে পিএসজি, মেসি-নেইমার-রোনালদোর ঐতিহাসিক ত্রয়ী বানাতে পারে, এমন গুঞ্জনও শোনা গেছে। আবার কেউ বলছিলেন, রিয়াল মাদ্রিদেই ফিরে তিনি।
তবে এবার সব গুঞ্জনে বিরক্ত হয়ে অবশেষে নিস্তব্ধতা ভাঙলেন সিআর-৭ নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, যারা আমাকে চেনেন তারা জানেন কাজের প্রতি আমি কতটা মনোযোগী। কম কথা বলা, বেশি কর্ম আমার ক্যারিয়ারের শুরু থেকেই এটি আমার নীতি। যাইহোক, সম্প্রতি যা বলা হচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে আমাকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে তার সবকিছু বিবেচনা করে আমি আমার অবস্থান ব্যক্ত করছি।
আমার ভবিষ্যৎ নিয়ে যেভাবে মিডিয়া ফালতু গুজব ছড়িয়েছে সেটা একজন মানুষ ও একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য অসম্মানের চেয়েও বেশি। রিয়াল মাদ্রিদে আমার গল্প লেখা হয়েছে। শব্দ, সংখ্যায়, ট্রফি এবং শিরোনামে এটা রেকর্ড করা হয়েছে। এটি বার্নাব্যু স্টেডিয়ামের জাদুঘরে এবং ক্লাবের প্রতিটি ভক্তের মনেও রয়েছে। আমি যা অর্জন করেছি সেই নয় বছরে আমার “মেরেনগু আফিসিয়ান” এর প্রতি গভীর স্নেহ ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। একটি স্নেহ ও শ্রদ্ধা যা আমি আজও ধরে রেখেছি এবং আমি সর্বদা লালন করবো। আমি জানি যে সত্যিকারের রিয়াল মাদ্রিদ ভক্তরা তাদের হৃদয়ে আমাকে রাখবে আর আমি তাদের আমার মধ্যে রাখব।
তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে বিভিন্ন লিগের বেশ কয়েকটি ক্লাবের সাথে আমাকে যুক্ত করার খবর এবং গল্প প্রকাশিত হয়েছে। যার সত্যিকারের সত্যতা খুঁজে বের করার চেষ্টা কেউ করেনি। আমি এখন আমার নীরবতা ভেঙে বলছি যে, আমি মানুষকে আমার নাম নিয়ে খেলা করতে দিতে পারি না। আমি আমার ক্যারিয়ার এবং আমার কাজে মনোনিবেশ করছি। আমি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাকে যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার জন্য প্রস্তুত।”
উল্লেখ্য, স্পেনেরই সংবাদমাধ্যম “মার্কা” জানিয়েছে, কয়েক মাস আগে রোনালদো ফেরার ইচ্ছার কথা রিয়ালকে জানালেও “লস ব্লাঙ্কোস”রা তাঁর প্রতি আগ্রহী নয়। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি নিজেই টুইট করে জানিয়েছেন, পর্তুগিজ তারকাকে সই করানোর কথা তিনি ভাবছেন না।