রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে জালিয়াতি: ভূমি অধিগ্রহণে কোটি টাকার অনিয়ম, দুদুকে অভিযোগ ভুটানকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু:প্রধান উপদেষ্টা এগুলো ‘আফটার শক’, আবারও ভূমিকম্পের ঝুঁকি আন্তর্জাতিক বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম সাকিব আল হাসানকে এবার দুদকে তলব নরসিংদী চীফজুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল কবিতা পড়লে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে কী ঘটে? নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে ভূমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগ

খুলনায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৫৪৫

নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীর পাঁচ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। এরআগে চলতি বছরের ২৫ মে জেলার করোনা হাসপাতালগুলো মৃত্যু শূন্য ছিল।

সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা। এর আগে গত ১২ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় সর্বনিম্ন একজনের মৃত্যু হয়েছিল। আর ৯ জুলাই সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছিল। এদিকে খুলনার হাসপাতালগুলোতে কমেছে রোগীর সংখ্যা। করোনা রোগীর চিকিৎসায় খুলনায় সরকারি তিনটি এবং বেসরকারি দুটি মিলে পাঁচটি হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসার জন্য শয্যা রয়েছে ৫৬৫টি। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৫৩ জন।

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে রেডজোন ও ইয়ালো জোন মিলে ২০০ শয্যা, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যা, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৮০ শয্যা, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৫০ শয্যা এবং খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯০ শয্যা রয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। যার মধ্যে রেড জোনে ২৪ জন, ইয়ালো জোনে ১৯ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ সকাল পর্যন্ত ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুজন রোগী ভর্তি হয়েছেন। আইসিইউতে রয়েছেন ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ছয়জন। তার মধ্যে চারজন পুরুষ আর দুজন নারী রয়েছে। গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ভর্তি হয়নি। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। গতকাল ভর্তি হয়েছেন একজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com