মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
আদালত প্রতিবেদক: দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে সিআইডি’র রংপুর কার্যালয়ের এএসপি, এএসআইসহ ১০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ডিবি পুলিশের ওসি মোস্তাফিজার রহমান জানান, এ বিষয়ে একটি নির্দেশনা পেয়েছি, কাগজপত্র এখনও পাইনি।
তিনি জানান, এই মামলায় রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনষ্টেবল আহসানুল হক, মাইক্রোবাস চালক হাবিব, নিমনগর বালুবাড়ী এলাকার এনামুল হকের ছেলে ফসিউল আলম পলাশসহ ১০ জনের নাম রয়েছে। এছাড়াও আরও অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।
বুধবার বিকেলে অপহরণের শিকার চিরিরবন্দর উপজেলার নান্দেরাই সালেমান শাহ পাড়া এলাকার মৃত ওসমান গণির ছেলে লুৎফর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, অপহরণ থেকে উদ্ধারকৃত জাহাঙ্গীর আলম বাদী হয়ে বুধবার চিরিরবন্দর থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এই মামলায় রংপুর সিআইডি’র এএসপি সারোয়ার কবীরসহ ৫ জনকে গ্রেফতার দেখিয়ে বুধবার বিকেলে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে সোপর্দ করা হয়।
দিনাজপুরের কোর্ট ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান জানান, বুধবার সন্ধ্যায় গ্রেফতারকৃতদের মধ্যে মামলার অন্যতম আসামি ফসিউল আলম পলাশ দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করেন। এরপর গ্রেফতারকৃত ৫ আসামিকেই কারাগারে পাঠানো হয়। এছাড়াও একই আদালতে মামলার বাদী জাহাঙ্গীর আলম, তার মা অপহরণ থেকে উদ্ধারকৃত জহুরা খাতুন এবং আরও অপর ২ জন সাক্ষীর ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়।