রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক-
জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৪ মার্চ জাতীয় পার্টি দিন বদলের মহাসমাবেশ করবে। জাতীয় পার্টি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। মানুষ দিন বদলের অপেক্ষায় রয়েছে।
রবিবার রাজধানীর শ্যামপুরে শ্যামপুর-কদমতলি থানা জাতীয় পার্টির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
সভায় বাবলা আরও বলেন, জাতীয় পার্টি উদার ও গণতান্ত্রিক দল। গণতন্ত্রের জন্যই এরশাদ ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা হস্তান্তর করেছিল। কিন্তু দেশের মানুষ সে কাঙ্খিত গণতন্ত্রের স্বাদ এখনও পায়নি। জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় এসে মানুষকে সত্যিকারের গণতন্ত্র উপহার দেবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক সুজন দে, কদমতলি থানা জাপার সভাপতি শামসুজ্জামান কাজল, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, শেখ মাইনুদ্দিন বাবু, হানিফ সর্দার প্রমুখ।