রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

ভারতের পেট্রাপোল বন্দরে সোনার বার সহ বাংলাদেশী ট্রাক চালক আটক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৭৩
রফিকুল ইসলাম বেনাপোল: যশোরের বেনাপোলের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে তিনটি সোনার বারসহ রফিকুল ইসলাম (৩৩) নামে এক বাংলাদেশি ট্রাকচালককে আটক করেছে সে দেশের বিএসএফ।
আটক রফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামের আফিল উদ্দিনের ছেলে।
ওপারের একটি সূত্র জানায়, রোববার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাংলাদেশি ট্রাকচালক রফিক গেটপাশ (আইজিএম) নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিএসএফ সদস্যরা তার ট্রাক তল্লাশি করে তিনটি সোনার বার পায়। ওই সময় ট্রাকসহ চালককে আটক করে তারা।
এ ব্যাপারে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আশরাফ আলী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com