সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন
“সময় এখন নারীরঃ উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্ম জীবন ধারা” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সভাপতিত্বে নারী নেত্রী, এনজিও কর্মী ও শিার্থীদের সমন্বয়ে প্রধান প্রধান সড়কে র্যালী শেষে উপজেলা পরিষদ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত প্রমুখ।
আগৈলঝাড়া থেকে সবুজ সরদার