বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ করান জেলা প্রশাসক এনামুল হক

ঈশ্বরগঞ্জ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ করান জেলা প্রশাসক এনামুল হক

মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ ২৮শে মার্চ সোমবার অনুষ্ঠিত হয় । ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। শপথবাক্য পাঠ শেষে জেলা প্রশাসক তার বক্তব্যে প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের গুরুত্ব তুলে ধরেন।সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে ও ২০৪১ সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ায়ম্যানদের করণীয় বিষয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। যারযার দায়িত্ব সঠিক ভাবে পালন করার জন্য  আহবান করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার)  মো:  জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক (স্হানীয় সরকার) মো: এরফানুর রহমান, ১নং  ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আবু হানিফা (হানিফ), ২নং সোহাগী ইউপি চেয়ারম্যান  কাদির আহমেদ ভূঁইয়া, ৩নং সরিষা ইউপি চেয়ারম্যান মোঃ একরাম হোসেন, ৪নং আঠারবাড়ী ইউপি চেয়ারম্যান জুবের আলম কবীর রূপক, ৫নং জাটিয়া ইউপি চেয়ারম্যান  মোঃ শামসুল হক ঝন্টু, ৬নং মাইজবাগ ইউপি চেয়ারম্যান মোঃ ছাইদুল ইসলাম বাবুল, ৭নং মগটুলা ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব মোঃ শিহাব উদ্দিন আকন্দ, ৮নং রাজিবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল আলী ফকির, ৯নং উচাখিলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল হাসান খান সেলিম, ১০নং তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা, ১১নং বড়হিত ইউপি চেয়ারম্যান  মোঃ আজিজুল হক ভূঁইয়া মিলনসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে ৭ ফেব্রুয়ারী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com