আদালত প্রতিবেদক: বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের বিরুদ্ধে চেক প্রতারণার পৃথক নয় মামলায় জামিন পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) তার আবেদনের ওপর শুনানি করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত জামিন মঞ্জুর করেন। রাসেলের আইনজীবী আহসান হাবীব সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
আইনজীবী আহসান হাবীব বলেন, রাসেল গ্রেফতার হওয়ার পর অনেক গ্রাহক বাদী হয়ে থানা এবং আদালতে মামলা করেছেন। এ পর্যন্ত রাসেল ১০টি মামলায় জামিন পেয়েছেন। রাসেলের বিরুদ্ধে আরও তিনটি মামলা আছে। সেসব মামলায় রাসেল জামিন পাননি।
এদিকে অর্থ আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের করা মামলায় গত বছরের ১৭ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থেকে রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে গ্রেফতার করে র্যাব। এরপর ঢাকাসহ বিভিন্ন জেলায় প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। মামলাগুলোর এখনো তদন্ত চলছে।