রবিবার, ১৩ Jul ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে চলছে অফিসের কার্যক্রম আদালতের নির্দেশ উপেক্ষা: ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে” ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি মির্জাপুরে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে ব্যবসায়ী আটক কেরানীগঞ্জে রাজাবাড়ী এলাকার প্রধান সড়কে ময়লার স্তূপ, চরম ভোগান্তিতে এলাকাবাসী শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ১০ দিনের কারাদণ্ড বিয়ের ৩০ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন স্বামী-স্ত্রী পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে একাধিক গাড়ির ভয়াবহ সংঘর্ষ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৫ কোটি টাকার অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর
বিশ্ববিদ্যালয়ে পড়ে লাভ হয়নি, ক্ষতিপূরণ চেয়ে শিক্ষার্থীর মামলা

বিশ্ববিদ্যালয়ে পড়ে লাভ হয়নি, ক্ষতিপূরণ চেয়ে শিক্ষার্থীর মামলা

প্রচুর অর্থ খরচ করে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন হং কংয়ের এক শিক্ষার্থী। সেখান থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েও শেষ পর্যন্ত তার কোনো লাভ হয়নি- এ অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নামে মামলা করে দিয়েছেন সে শিক্ষার্থী।

হং কং থেকে পক ওয়াং নামে সে শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেখানে দুই বছর ধরে পড়াশোনো করেন তিনি। এজন্য বছরে নয় হাজার পাউন্ড ফি দিতে হয় তাকে।

যুক্তরাজ্যের কেমব্রিজে লর্ড অ্যাশক্রফট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল থেকে পড়াশোনা করেন তিনি। তবে ওয়াংয়ের অভিযোগ, তার সেই পড়াশোনায় ‘মিকি মাউস ডিগ্রি’ অর্জন ছাড়া আর কিছুই হয়নি। এমনকি তিনি পড়াশোনার পর ক্যারিয়ারে কোনো উন্নতি ঘটাতে পারেননি।

শুধু অভিযোগই নয়, তিনি এজন্য রীতিমতো মামলাও করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তিনি ৬০ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।

তবে এখানেই ওয়াংয়ের অভিযোগের শেষ নয়। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানে এ বিষয়টি নিয়ে বক্তব্য দিতে চেয়েছিলেন। সে সময় তাকে জোর করে একটি কক্ষে বন্দি করে রাখা হয় বলে অভিযোগ তার।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য সব অভিযোগ অস্বীকার করে আইনি লড়াই চালানোর ঘোষণা দিয়েছে।
সূত্র : ইনডিপেনডেন্ট

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com