মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
যৌনকর্মীদের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ৫০ কোটি টাকার বেশি ব্যাংক ঋণের প্রায় অর্ধেকই খেলাপি বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারবিরোধী অভিযান: তিন স্পটে এক লাখ টাকা করে জরিমানা ছাত্র বা সন্তানের বয়সি কর্মকর্তারাও ‘স্যার’ সম্বোধন শুনতে চান নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পঙ্গু হাসপাতালে বেগম খালেদা জিয়ার নামে ভিত্তিপ্রস্তর স্থাপনের মোড়ক উন্মোচন ও পিঠা উৎসব অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সাক্ষাৎ শেষে নিজেদের অবস্থান পরিস্কার করল এনসিপি বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশের পথে ‘হ্যাঁ’ ভোট দিন: প্রধান উপদেষ্টা নরসিংদীর বেলাবোতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, ভাঙচুর-আগুন জুয়ার আসরে অভিযান, ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

সয়াবিন তেলের দাম কমল, আজ থেকে কার্যকর

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার। খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৬৬ টাকা করা হয়েছে। রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই আলোকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ থেকে এই মূল্য তালিকা কার্যকর হবে।

তপন কান্তি ঘোষ জানান, খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৬৬ টাকা, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকা এবং পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম তেলের দামও ছয় টাকা কমানো হয়েছে। বর্তমানে পাম তেলের নির্ধারিত দাম ১৫৪ টাকা। সেটির নতুন দাম ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দরপতন অব্যাহত থাকলে ভবিষ্যতেও এর সুফল ভোক্তারা পাবে বলেও জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

সব শেষ গত ২৬ জুন তেলের দাম লিটারে ছয় টাকা কমিয়ে ১৯৯ টাকা করা হয়েছিল। তবে সরকার দাম কমানোর ঘোষণা দেওয়ার পরও দীর্ঘদিন ধরেই আগের দাম লিটার ২০৫ টাকা দরে কিনতে বাধ্য হয় ক্রেতারা।

এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের বিশ্ব বাজারদর পর্যালোচনায় দেখা যায়, ২০২১ সালে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেল এক হাজার ৫০ থেকে এক হাজার ২৮০ ডলারের মধ্যে এবং প্রতি টন অপরিশোধিত পাম ৯৮০ থেকে এক হাজার ৯৫০ ডলারের মধ্যে ওঠানামা করে। ২০২২ সালের মে মাস পর্যন্ত জ্যামিতিক হারে মূল্যবৃদ্ধি পেয়ে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেল টনপ্রতি মূল্য দুই হাজার ডলার ছাড়িয়ে যায়। ২০২২ মাসের মে মাসের পর আন্তর্জাতিক বাজারে এ দুটি পণ্যের মূল্য কমতে থাকে। বর্তমানে প্রতি টন অপরিশোধিত সয়াবিন এক হাজার ৩০০ ডলার এবং পাম এক হাজার ডলারে বিক্রি হচ্ছে।

সরকারের বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেড কমিশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য পর্যালোচনায় দেখা যায়, স্থানীয় বাজারে গত এক বছরে সয়াবিন তেলের দাম বেড়েছে (খোলা) ৪৭%, (বোতল) পাঁচ লিটার ৪১%, (বোতল) এক লিটার ৩৩%, পাম তেল (লুজ) ৩৯% এবং পাম অয়েল সুপার ৪১%। গত এক মাসে যথাক্রমে ৮.৫%, ২.১২%, ৪%, ১৫% ও ১১% দাম কমেছে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com