বুধবার, ১৬ Jul ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা লালমনিরহাটে মাদক সেবনকারী ও পাচারকারী চক্রের ছোবলে তরুন ও যুব সমাজ লালমনিরহাটে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা; ঝরে পড়ছে শিক্ষার্থীরা এইচ টু বিল্ডার্সের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি: রাজউকের দৃষ্টি আকর্ষণ বীর মুক্তিযোদ্ধা খ.ম. আমীর আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মুক্তিযোদ্ধা ও জনসাধারণের প্রতিবাদে উত্তাল জনমত ট্রান্সফরমার নষ্ট হওয়ার ঘটনায় বিতর্কিত ক্ষতিপূরণ বিল: নীলফামারীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে জোরপূর্বক আদায়ের অভিযোগ নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে চলছে অফিসের কার্যক্রম আদালতের নির্দেশ উপেক্ষা: ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে” ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি
নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রাবেয়া আক্তার(২৭)কে কুপিয়ে হত্যার পর রশিতে ঝুলে রাশেদ মিয়া(৩০) স্বামীর নিজে আত্মহত্যা করেছে।

আজ শনিবার(১২ জুলাই) দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের নক্তিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে রাশেদ বাজারে গিয়েছিল বাজার থেকে এসে। পারিবারিক কলহের জেরে স্ত্রী মোছা: রাবেয়াকে কুপিয়ে জখম করে। পরে ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে তিনি নিজেই আত্মহত্যা করেন।  আশপাশে তেমন বাড়িঘর না থাকায় তাদের ছোট ছোট তিন সন্তানের কান্নাকাটিতে এলাকাবাসী শুনে এগিয়ে আসে। পরে রাবেয়ার বাড়ির লোকজন এসে  রাবেয়াকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সিধলি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাশেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

রাশেদের বাবা পন্ডিত মিয়া জানান, আমাদের বাড়ি একটু দূরে আমি মাছা ধরতে গিয়েছিলাম। মাচ ধরে ব্রিকির পর বাড়িতে এসে এ ঘটনা শুনলাম।

এ ব্যাপারে দাঁড়ির ইনচার্জ ইনস্পেকটর আশরাফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আশপাশে তেমন বাড়িঘর নেই। নদীর পাড়ে তাদের বাড়ি।  তাই খবর পেয়ে পরে জড়ো হয়েছে লোকজন। তাদের তিন সন্তান বড় ছেলে আট বছর বয়সী। আইনি প্রক্রিয়া চলমান।

কলমাকান্দা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (টি এইচও) ডাক্তার মো.  আল মামুন জানান, ইনজুরিতে জখমি নারী রাবেয়া (২৭) কে  স্থানীয় লোকজন নিয়ে আসলে তাকে মৃত পাওয়া যায়।

কলমাকান্দা থানার ওসি লুৎফুর রহমান জানান, এটি একটি মর্মান্তিক ঘটনা আমরা এসে রাশেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। আর রাবেয়ার মরদেহ হাসপাতালে রয়েছে, ২টি মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com