রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ!
শান্তসহ বাকিদের মানসিক ডাক্তার দেখাতে বললেন ওয়াসিম আকরাম

শান্তসহ বাকিদের মানসিক ডাক্তার দেখাতে বললেন ওয়াসিম আকরাম

অনলাইন ডেস্ক:

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার এমন সুযোগ বারবার আসে না। কিন্তু বাংলাদেশ সেটা কাজে লাগাতে পারলে তো! পাকিস্তানের সঙ্গে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত। এমন ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ দল। সুন্দর শুরুর পর ১৫০-৬০ রানের উইকেটে টাইগাররা করল মাত্র ১২৭ রান! সেই রান তুলতে পাকিস্তানের যে কষ্ট হয়েছে, তাতে দেড়শ রান করলে যে বাংলাদেশ জিতে যেত- সেটা বলে দিতে হয় না।

একই আক্ষেপ পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের।
পাকিস্তানের একটি টিভি শোতে ‘সুলতান অব সুইং’ বাংলাদেশি ব্যাটারদের মানসিকতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন। ১০ ওভারে ১ উইকেটে ৭০ রান তুলে ফেলা দল কীভাবে ১২৮ রানে আটকে যায়! আকরাম বলেন, ‘খেলা শেষে তো খুশিই হয়েছি। কারণ অনেক ভুল করার পরও আমরা সেমিফাইনালে কোয়ালিফাই করেছি। এই ম্যাচে পর বাংলাদেশের উচিত আত্মসমালোচনা করা। আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক কিংবা কোচ হতাম, তাহলে অবশ্যই এই খেলোয়াড়দের মনোচিকিৎসকের কাছে নিয়ে যেতাম। ‘

নিজের বক্তব্য ব্যখ্যা করে ‘সুলতান অব সুইং’ বলেন, ‘একটা বিষয় দেখুন, শান্ত যেখানে ৫৪ রান করে ফেলেছে, সে ভালো ব্যাটিং করছিল। ২ উইকেটে তাদের ৭৩ রান ছিল, আমি ভেবেছিলাম তাদের স্কোর হয়তো ১৬০ রানে পৌঁছবে। কিন্তু ইফতেখারের বলে অদ্ভুত শট খেলে শান্ত আউট হয়ে গেল! সে যদি শুধু সিঙ্গেল নিয়ে যেত, তাহলেই ওদের স্কোর ১৫৫ হয়ে যেত। কিন্তু কেউ টিকতেই পারল না! অবশ্যই ওই সময় শাহিন (আফ্রিদি) ভালো বোলিং করেছে। ‘

বাংলাদেশের ব্যাটারদের গেম প্ল্যানেরও কঠোর সমালোচনা করেন আকরাম। তিনি আরও বলেন, ‘যখন আপনি প্রতিপক্ষের প্রধান বোলারকে দেখবেন, অবশ্যই বুঝতে হবে সে উইকেট নিতে এসেছে। সেখানে আপনি উল্টোপাল্টা শট না খেলে স্ট্রাইক রোটেট করবেন। কিন্তু ওরা যেন প্রতিজ্ঞা করেছিল, মারতে যদি হয় তাহলে শাহিনকেই মারব! এতে একটা বিষয় ভালো হয়েছে, শাহিন তার ছন্দ ফিরে পেয়েছে। সেমিফাইনালের আগে পাকিস্তানের জন্য এটা দারুন খবর। ‘

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com