বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত কদমতলী থানার কার্যক্রম উল্লেখযোগ্য ভাবে বেড়েছে
সিয়ামের কোলে চড়ে মা পরীমনির ট্রেলার দেখল রাজ্য

সিয়ামের কোলে চড়ে মা পরীমনির ট্রেলার দেখল রাজ্য

বিনোদন প্রতিবেদক: ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়েছে গতকাল। বেইলি রোডের মহিলা সমিতিতে ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে এই শিশুতোষ সিনেমার পোস্টার ও ট্রেলার উন্মোচন করা হয়।

সিনেমায় যেসব শিশুশিল্পীরা অভিনয় করেছে, তারা এখব বেশ বড় হয়ে গেছে। অনুষ্ঠানে তারাও অতিথি, তবে সবচেয়ে ছোট যে অতিথি এসেছেন সে শাহীম মুহাম্মদ রাজ্য।

মায়ের কোলে চড়ে সে অনুষ্ঠানস্থলে উপস্থিত। আর মায়ের সিনেমার ট্রেলার দেখলো সিয়ামের কোলে বসে।

পরীমনি বলেন, ‘এই সিনেমায় তিশা চরিত্রে আমি অভিনয় করেছি। আমার ছেলে রাজ্যকে নিয়ে নিয়ে এসেছি অনুষ্ঠানে। ও যখন বড় হবে, তখন তাকে দেখাব যে তোমার জন্য একটি উপহার এই সিনেমা। ’

সিনেমার দুই মিনিট ছয় সেকেন্ডের ট্রেলারে দেখা মিলেছে, একদল শিশু সুন্দরবনে নৌবিহারে যায়। তাদের দেখাশোনার জন্য আছেন কয়েকজন বড় মানুষ। এই ভ্রমণে গিয়ে তাদের জাহাজ আটকা পড়ে, আক্রমণ করে ডাকাত।

এসবের মাঝে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্যে ঘুরে বেড়ানো, আনন্দ-উল্লাস।

নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, “সিনেমার শুটিং করতে করতে করোনা মহামারি শুরু হয়। সে সময় বাচ্চাগুলোর মা-বাবা আমাদের অনেক সাহায্য করেছেন। বাচ্চারাও অনেক উৎসাহ দিয়েছে আমাকে। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ শিশুদের সুস্থ বিনোদনের জন্য শিশুতোষ চলচ্চিত্র। সিনেমাটি সব বয়সীরাই দেখতে পারবেন। প্রত্যাশা করি সবাই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে আসবেন।”

নিজের গল্প থেকে চলচ্চিত্র হলেও এই ছবির মাধ্যমে প্রথমবারের জন্য গান লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। সে বিষয়ের উল্লেখ করে লেখক বলেন, ‘আমরা লিখি। কিন্তু সিনেমায় সেটা দেখানো অনেক কঠিন। গানটা যখন লিখি, তখন জানতাম না এত ভালো হবে। গানটার দৃশ্য ধারণ হওয়ার পর আমাকে দেখাতে নিয়ে এসেছিলেন পরিচালক। আমার নাতি দেখে খুব পছন্দ করেছে। তখন বুঝলাম ভালোই হয়েছে গানটা। ’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com