রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ধারাবাহিক সাফল্যের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ১৪টি বিষয়ে থানা পর্যায়ে প্রথম স্থান লাভ করেছে। ১৭মে ২০২৩ ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠেয় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা জেলা শিক্ষা অফিসার মো. আবদুল মজিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহা. আসাদূজ্জামান। সভাপতিত্ব করেন শাহ আলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া শিরিন। অনুষ্ঠানে শাহ আলী থানার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি এন্ড কলেজে কলেজের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী অনিন্দ্যব্রত সেন থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার লাভ করেছেন। এছাড়া শাহ আলী থানায় মাধ্যমিক ওউচ্চমাধ্যমিক পর্যায়ে বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অর্জনকারী ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ হলো- পবিত্র কোরআন তেলাওয়াতে আহমেদ জারিফ,বাংলা রচনা প্রতিযোগিতায় বি এম ফারহান নীর, ইমরুল জাহান,হামদ ও নাতে আহমেদ জারিফ,নির্ধারিত একক বক্তৃতা ফারজানা ফায়েজ,ইংরেজি রচনা প্রতিযোগিতায় একাদশ শ্রেণির তাসমিয়া আলম ঐশি, নৃত্য (উচ্চাঙ্গ) প্রতিযোগিতায় তাবাসসুম ইতি, রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় শ্রেণির শিক্ষার্থী সৌরভ খান, নজরুল সঙ্গীত প্রতিযোগিতায় একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাতিহা মুসতারি, লোক সঙ্গীত প্রতিযোগিতায় আলিশা মাহজাবিন ও হামদ ও নাত(গ- বিভাগ) প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ঈসিকা,স্কাউটে মো: এলতাস উদ্দিন, থানা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন মো: মনিরুল ইসলাম। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩-এ থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ। এ গৌররোজ্জল সাফল্য অর্জনে অত্র প্রতিষ্ঠান সকল শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকবৃন্দ ও কর্মকর্তা -কর্মচারীদের অভিনন্দন জানান অধ্যক্ষ মোহা: আসাদুজ্জামান।