রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
সৌদি প্রো লিগে সময়টা ভালো যাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের। আল আহলির কাছে ১-০ গোলে হেরেছে করিম বেনজেমার দল আল ইত্তিহাদ।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ইত্তিহাদ। খেলার ৩ মিনিটে গোলের সুযোগও পেয়ে যায় তারা।
তবে আব্দুর রাজ্জাক হামদাল্লাহ’র শট ঠেকিয়ে দেন আহলির গোলরক্ষক।
খেলার ৩৩ মিনিটে আল আহলিকে লিড এনে দেন ফিরাজ।
এরপর প্রথমার্ধ ১-০ স্কোরলাইন নিয়ে শেষ হলেও বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করেছে আল ইত্তিহাদ। তাতে অবশ্য লাভ হয়নি। ম্যাচের বাকি সময়ে কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল আহলি