শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে রাজধানীর আবাসিক এলাকাগুলোতে। শীত আসতেই সেই সংকট বেড়েছে আরও কয়েকগুণ। ফলে বেশি সমস্যার সম্মুখীন চাকুরিজীবিরা।
রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর, আদাবর, মিরপুর, মগবাজার, মধুবাগ, যাত্রাবাড়ী, পুরান ঢাকার বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ নিয়ে বিপাকে পড়েছে এখানকার স্থানীয়রা।
এলাকাবাসীরা বলেন, নিয়মিত বিল পরিশোধ করা হলেও গ্যাস সংকটের কোন সুরাহা হচ্ছে না। দিন দিন গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে।
এদিকে তিতাস জানায়, শীতকালে গ্যাসের ব্যবহার বাড়ায় এই সংকট সৃষ্টি হয়েছে।
তিতাস গ্যাসের পরিচালক প্রকৌশলী এইচ এম আলী আশরাফ বলেন, শীতকালে গৃহস্থলীতে ২০% গ্যাসের ব্যবহার বেড়ে যায়। গরমের সময় ২৫-৩০ ডিগ্রী তাপমাত্রা থাকে পানির কিন্তু শীতের সময় তা ৯-১০ এ নেমে আসে বা আরো কম সুতরাং ওই পর্যন্ত তাপমাত্রা নিতে হিট করতে বেশি গ্যাসের খরচ হয়। এ কারণে আমাদের গৃহস্থলীতের ২০% ব্যবহার বেড়ে যায়।
সিএনজি স্টেশনগুলোর কর্তৃপক্ষরা বলেন, এখন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট না থাকলেও গ্যাসের চাপ কিছুটা কমেছে।