বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থা’র বর্ধিত সভা অনুষ্ঠিত মামুনুর রশিদ শাইন ভারপ্রাপ্ত সভাপতি হিমু আহমেদ প্রতিবেদন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২০৯

প্রতিবেদন: জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের মৃত্যুতে সংস্থার এক বর্ধিত সভায় মামুনুর রশিদ শাইনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।এ ছাড়া জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সভাপতির স্মরণসভা আয়োজনের জন্য সাত সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়।

সংস্থার মহাসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় এ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলী।

সভায় বক্তারা সভাপতির এ মহাপ্রয়াণে সংগঠনের অপুরণীয় ক্ষতির কথা উল্লেখ করে বলেন সংগঠনকে স্বার্থকভাবে এগিয়ে নিয়ে গেলে আলতাফ হোসেনের স্বপ্ন পুরণ সম্ভব হবে। এর আগে সংগঠনের নেতৃবৃন্দ আলতাফ হোসেনের কবর জিয়ারত করেন। উল্লেখ্য, স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত সারাদেশে একমাত্র জাতীয় সাংবাদিক সংস্থাই দীর্ঘকাল থেকে তৃণমূল অবধি সফল কার্যক্রম অব্যাহত রেখেছে।

সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক আবুল হোসেন, সাবেক মহাসচিব ওয়াহিদুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য শাহজাহান মোল্লা, সাবেক নির্বাহী সভাপতি লায়ন গনি মিয়া বাবুল, সাবেক মহাসচিব বাশার মজুমদার, দৈনিক ‘আলোর জগত’ এর প্রধান সম্পাদক তুহিন ভুঁইয়া প্রমুখ।

আলতাফ হোসেন ১৯৯৩ সাল থেকে সভাপতির দায়িত্বে ছিলেন। ১৯৮২ সালে এ সংগঠন প্রতিষ্ঠাকালীন সময়ে প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলীর সাথে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আলতাফ হোসেন। উল্লেখ্য, সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত মতিঝিলের আজিজ ভবনের কার্যালয়ে আয়োজিত সভার কার্যক্রম অব্যাহত থাকে এবং মধ্যাহ্নভোজের পর শেষ হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com