রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ মাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত সমাজের দর্পর্ণ। সাংবাদিকতার মত মহান পেশাকে কতিপয় তথা কথিত সাংবাদিক যারা সাংবাদিকতার জ্ঞান বিবর্জিত, বিবেকহীন, অপেশাদার সাংবাদিকরা সংবাদ মাধ্যমকে কালিমা লিপ্ত করার কুমতলবে সমাজের এবং তাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গের চরিত্র হনণের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারই প্রত্যেক্ষ উদাহরণ allcrimes.tv এবং bortomankhobor.com। যাহা নিছক কতিপয় স্বার্থান্বেসী কুচক্রি মহলের প্রত্যক্ষ মদদে ছোট খাটো আর্থিক সুবিধা পেয়ে সংবাদ মাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ পদ বিশেষ প্রতিবেদকের বরাদ দিয়ে মনোবলহীন দালিলিক তথ্য উপাত্ত ছাড়া কাল্পনীক সাজানো পাতানো মুখোরোচক ছোট গল্পকে সংবাদ হিসাবে দেখানোর অপচেষ্টায় গত ১৬/১০/২০২৪ইং তারিখে কথিত All Crimes TV নামক সংবাদ মাধ্যমে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীসের বিরুদ্ধে অভিযোগের পাহাড় শীর্ষক বানোয়াট সংবাদ এবং তথাকথিত অনলাইন নিউজ পোর্টাল bortomankhobor.com ২১/১০/২০২৪ইং তারিখে একই ভাবে বিশেষ প্রতিবেদকের বরাত দিয়ে “শিক্ষকতার মুখোশে মাফিয়া অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশ” শিরোনাম শীর্ষক তথাকথিত অসত্য তথ্য উপাত্ত বিহীন বাস্তবতা বিবর্জিত কল্পকাহিনী আমার দৃষ্টিগোচর হওয়ায় উক্ত অসত্য ভিত্তিহীন সংবাদ দুটির প্রতিবাদ না করে পারছি না। এ ক্ষেত্রে উক্ত বিষয়ে একই প্রতিবেদক অসত্য সংবাদ প্রকাশের কারণে নিজের নাম দূর্ণীতি এবং অপরাধ শীর্ষক সংবাদে সাংবাদিককে অবশ্যই তার নাম উল্লেখ করা অর্থাৎ (বাই নেইম) সংবাদ উপস্থাপন করতে হয় কারণ, কোন সংবাদ পাত্র এবং পাত্রী অযথা হয়রানির শিকার হলে আইন আদালতের আশ্রয়ের ক্ষেত্রে সংবাদের প্রতিবেদকরে নাম জানাটা জরুরী হিসাবে দেখা দেয়।
উক্ত সংবাদ দুটির ক্ষেত্রে ব্যতয় পরিলক্ষিত হয়েছে। উল্লেখ যে, আমি শিক্ষকতার মত মহান পেশাকে আদর্শ পেশা হিসাবে গ্রহণ করে যথাযথ উচ্চ শিক্ষা এবং প্রশিক্ষণ গ্রহণ করে মিরপুরের পল্লবীতে অবস্থিত রশীদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক অতঃপর প্রধান শিক্ষক হিসাবে উক্ত বিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে প্রধান শিক্ষক নিয়োগ বিধিমালা যথাযথ পরিপালন সাপেক্ষে ১৮/০৩/২০১৯ইং তারিখে স্বনামধন্য মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক পদে যোগদান করি। এবং মহামারী করোণা কালীন অত্র প্রতিষ্ঠানের হাল যথাযথ ভাবে ধরে রেখে শিক্ষক কর্মচারীদের প্রাপ্য আর্থিক সুবিধা প্রদান পূর্বক শিক্ষক সমাজ-ছাত্র সমাজ এবং অভিভাবকদের দৃষ্টিতে আমি একজন আদর্শ শিক্ষক হিসাবে সুপরিচিত হই। এবং সমগতিতে উক্ত প্রতিষ্ঠান পরিচালনা করে আসা অবস্থায় অত্র বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক শাখা এমপিও ভুক্ত হলে যথাযথ নিয়মে ০৭/০৮/২০২১ ইং তারিখ থেকে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে আসীন হয়ে প্রতিষ্ঠানের আর্থিক খাতকে যথাযথ ভাবে সংরক্ষণ পূর্বক অত্র প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকান্ড সহ কেনাকাটায় সর্বজন গ্রহণযোগ্য শিক্ষক কর্মচারীদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে আর্থিক খাতকে মজবুত এবং শিক্ষা প্রশাসনকে সবার কাছে গ্রহণযোগ্য করে গড়ে তুলেছি। উক্ত পরিবেশিত সংবাদ দুটিতে চর্বিত চর্বন সংবাদ আমাকে জড়িয়ে মাফিয়া শব্দটা যাহা ইতালিয়ান শব্দ যার অর্থ অপরাধ স্বর্গরাজ্যের ডন যাহা বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিদ্যালয় প্রধানদের নামের সাথে একান্তই বেমানান, সংবাদদ্বয়ের প্রতিবেদকের অভিযোগের পাহাড় শব্দ দুটি আমার ক্ষেত্রে প্রযোজ্য নহে। প্রতিবেদকের মাফিয়া শব্দ চয়ন অধ্যক্ষের ক্ষেত্রে লেখার কারণে তার শিক্ষা এবং সাংবাদিকতার জ্ঞানকে জোরালো ভাবে প্রশ্নবিদ্ধ করেছে মাত্র।
দীর্ঘ সময় পূর্বে একইভাবে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় অত্র প্রতিষ্ঠানের অস্থায়ী নাইট গার্ড লিটন ও তার কথিত প্রেমিকা আয়া মনির সম্পর্কের কল্পকাহিনীর সাথে গার্ড লিটনের আত্মহত্যার বিষয়ে অযথা হয়রানি করার কুমতলবে কুচক্রিমহল আমাকে জড়িয়ে বানোয়াট কথা লিখে সংবাদ প্রকাশ করলে উক্ত সংবাদেরও আমি সংশ্লিষ্ট পত্রিকায় প্রতিবাদ পাঠাই এবং যথাযথভাবে উক্ত প্রতিবাদ প্রকাশিত হয়। এবং গার্ড লিটনের স্ত্রী সীমা কর্তৃক দাখিলকৃত বিভিন্ন দপ্তরের আবেদনের তদন্তে আমি আমার প্রতিষ্ঠান নিরপরাধ প্রমাণিত হয়। বর্তমান সংবাদ দুটির প্রতিবেদক আমার বিরুদ্ধে তথ্য উপাত্ত খুজে না পেয়ে ব্যর্থ মনোরথে উক্ত লিটন আত্মহত্যার কল্পকাহিনীর জের ধরে সংবাদ দুটিকে বৃহৎ করেছে মাত্র। যাহা সাংবাদিকতার মতো মহান পেশায় এ জাতীয় চর্চা করাটা হলুদ সাংবাদিকতার নামান্তর মাত্র। উক্ত সংবাদ দুটি পাঠে আমাকে অযথা অসম্মানের চোখে না দেখার জন্য এবং জ্ঞানী পাঠকদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী অভিভাবক ও গভর্ণিং বডির মঙ্গল কামনা করে উক্ত প্রকাশিত সংবাদ দুটির জোর প্রতিবাদ জানাচ্ছি।
অধ্যক্ষ
মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ