শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
নাজমুল হক ইমুর প্রতিবেদন:
ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৩৫ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। এর আগে, সোমবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার শিমুলগুচি এলাকার মৃত আলী হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং ঢাকার আশুলিয়ার গেরুয়া সন্দীপ এলাকার মো. নবী হোসেনের ছেলে হাবিবুর রহমান হবি (৩৪)।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে ফুটওভার ব্রিজের নিচে কতিপয় মাদক কারবারিরা মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সাদ্দাম ও হাবিব নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় সাদ্দামের কাছে থাকা একটি চটের বস্তা থেকে ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় এবং হাবিবুর রহমান হবির কাছে প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।