বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী নারীদের সারিতে কুড়িগ্রামের রিকতা ৬৯ কারাগারের ১৯টি ঝুঁকিপূর্ণ, ৭০০ বন্দি এখনো পলাতক কটিয়াদীতে মোবাইল কোর্ট অভিযানে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জের দাউদপুরে মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ফেন্সি মনির ও হারিজুলের কিশোর গ্যাং ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে রিট রক্ষকে ভক্ষক, তাই উন্নয়ন হয় না গ্রামীণ জনজীবনে, উন্নয়ন কাগজে ও কলমে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে: ড. ইউনূস মোহাম্মদপুর তুরাগ হাউজিংয়ের মাদক সম্রাজ্ঞী আসমা গংদের বেপরোয়া মাদক বানিজ্য দেখার কেউ নেই! :পর্ব -১ আমরা গণতন্ত্রে বিশ্বাসি বিএনপি নেতা আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া মির্জাগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ
রূপগঞ্জের দাউদপুরে মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ফেন্সি মনির ও হারিজুলের কিশোর গ্যাং

রূপগঞ্জের দাউদপুরে মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ফেন্সি মনির ও হারিজুলের কিশোর গ্যাং

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রুপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের নানা অপকর্মের সহযোগী মনির ওরফে ফেন্সি মনির, হারিজুর ও তার কিশোর গ্যাং এর মাদক ব্যবসার ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে এলাকার যুবসমাজ।

খোঁজ নিয়ে জানা গেছে গত এক যুগ ধরে অবৈধ কর্মকান্ড সহ বয় তাসের রাজত্ব কায়েম করে আসছে এই কিশোর বাহিনী। এই ফেন্সি মনের ও হারিজুলের নেতৃত্বে ষাট থেকে ৭০ জনের সশস্ত্র ক্যাডার বাহিনী রয়েছে। এই বাহিনী রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন সহ আশেপাশের বিভিন্ন এলাকার প্রায় ৩০ টি মাদকের স্পট নিয়ন্ত্রণ করছেন। এই মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল, ইয়াবা, হিরোইন, আইস ও গাজা সহ বিভিন্ন ধরনের ভয়ংকর মরণঘাতী মাদক। এইসব ভয়ংকর মাদকের কোরাল গ্রাসে দাউদপুর ইউনিয়ন নিমজ্জিত।

মনির ওরফে ফেন্সি মনির, হারিজুর ও তার কিশোর গ্যাং খুবই উশৃঙ্খল ও বেপরোয়া। মাদক সেবন, মাদক ব্যবসায়, নারীঘটিত অপরাধ, চাঁদাবাজী, অস্ত্রের মুখে জিম্মি করে পথচারীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই করা, অপহরণ করে মুক্তিপণ আদায় ও হত্যা সহ এই কিশোর গ্যাং বাহিনীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, গাজীপুর, কালিগঞ্জ এবং মাধবদী থানায় বিভিন্ন অপরাধে ডজন খানেকেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে।

ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার বর্তমানে পলাতক থাকা সত্ত্বেও থেমে নেই ফেন্সি মনির ও আরিজুল বাহিনীর অপকর্ম। বহু অপকর্মে জড়িত এ বাহিনীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে দাউদপুর ইউনিয়নবাসী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com