শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সারাদেশে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩৯০ সাংগ্রাই জলকেলি উৎসব ২০২৫ উদযাপিত হলো কুয়াকাটায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি: নিরাপত্তাহীনতায় সাংবাদিক সমাজ, প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঠালিয়ায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার দাবিতে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন পটুয়াখালীর মির্জাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে প্রেমিকের হাত-পা ভাঙলেন তরুণী এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেঘনা আলমকে সারা দেশে বজ্রবৃষ্টি, সতর্ক করল আবহাওয়া অফিস বিয়ের নামে প্রতারণা, নিঃস্ব প্রবাসী
রূপগঞ্জের দাউদপুরে মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ফেন্সি মনির ও হারিজুলের কিশোর গ্যাং

রূপগঞ্জের দাউদপুরে মাদক সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ফেন্সি মনির ও হারিজুলের কিশোর গ্যাং

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রুপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের নানা অপকর্মের সহযোগী মনির ওরফে ফেন্সি মনির, হারিজুর ও তার কিশোর গ্যাং এর মাদক ব্যবসার ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে এলাকার যুবসমাজ।

খোঁজ নিয়ে জানা গেছে গত এক যুগ ধরে অবৈধ কর্মকান্ড সহ বয় তাসের রাজত্ব কায়েম করে আসছে এই কিশোর বাহিনী। এই ফেন্সি মনের ও হারিজুলের নেতৃত্বে ষাট থেকে ৭০ জনের সশস্ত্র ক্যাডার বাহিনী রয়েছে। এই বাহিনী রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন সহ আশেপাশের বিভিন্ন এলাকার প্রায় ৩০ টি মাদকের স্পট নিয়ন্ত্রণ করছেন। এই মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল, ইয়াবা, হিরোইন, আইস ও গাজা সহ বিভিন্ন ধরনের ভয়ংকর মরণঘাতী মাদক। এইসব ভয়ংকর মাদকের কোরাল গ্রাসে দাউদপুর ইউনিয়ন নিমজ্জিত।

মনির ওরফে ফেন্সি মনির, হারিজুর ও তার কিশোর গ্যাং খুবই উশৃঙ্খল ও বেপরোয়া। মাদক সেবন, মাদক ব্যবসায়, নারীঘটিত অপরাধ, চাঁদাবাজী, অস্ত্রের মুখে জিম্মি করে পথচারীদের মূল্যবান জিনিসপত্র ছিনতাই করা, অপহরণ করে মুক্তিপণ আদায় ও হত্যা সহ এই কিশোর গ্যাং বাহিনীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, গাজীপুর, কালিগঞ্জ এবং মাধবদী থানায় বিভিন্ন অপরাধে ডজন খানেকেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে।

ক্ষমতাচ্যুত স্বৈরাচারী আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার বর্তমানে পলাতক থাকা সত্ত্বেও থেমে নেই ফেন্সি মনির ও আরিজুল বাহিনীর অপকর্ম। বহু অপকর্মে জড়িত এ বাহিনীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে দাউদপুর ইউনিয়নবাসী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com