বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
রামকৃষ্ণ বণিক, স্টাফ করেসপন্ডেন্ট
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক এবং কটিয়াদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সেবা ডিপার্টমেন্টাল স্টোর, নাজিম মিষ্টি বিতান অ্যান্ড হোটেল, হারুন মিষ্টি বিতান অ্যান্ড হোটেল, এবং রিশম এন্টারপ্রাইজসহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ৭,৫০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, এই ধরনের নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অভিযানে অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।