রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন
নীলফামারীর সংবাদদাতাঃ
নীলফামারীর সদরে ৫৩ তম মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রক্তবন্ধু সমাজ কল্যাণ সংগঠন।
সোমবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে পৌর শহরের শাপলা চত্বরে শহীদ বেদীতে রক্তবন্ধু সমাজ কল্যাণ সংগঠন রক্তবন্ধু সমাজ কল্যাণ সংগঠনের পক্ষে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন— সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ রায়হান শাহ্।
এসময় আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সহ সভাপতি আলমগীর বাদশা,মোঃ রনি মিয়া, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ সাধারণ সম্পাদক রাজু ইসলাম রাজিব, যুগ্ন সম্পাদক রাসেল রানা, অর্থ সম্পাদক আবু সাঈদ লাবু, সহ অর্থ সম্পাদক ইলিয়াস ইসলাম ও কার্যকারী সদস্য, মোস্তাফিজুর মিজু, রাকিবুল ইসলাম, লাভলু ইসলাম, ভুট্টু ইসলাম রায়হান,রুবেল রনি,ওমেদুল ইসলাম,ফেরদৌস ইসলাম,ফারুক ইসলান,আজমীর বিল্লাহ,জয়নাল আবেদীন,নুর ইসলাম, সোহেল তানভীর,আব্দুল আলীম, হাবিব ইসলাম এবং শ্রাবন্তী আক্তার প্রমুখ।
উল্লেখ্য মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতি আজ বিজয় দিবস উদযাপন করছে। ৫৩ বছর আগে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ নারীর সম্ভ্রম সম্মানের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে জন্ম লাভ করে।