বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
আরিফুর রহমান:
রাজধানী সহো সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি কার্যকর ভূমিকা না থাকায় চুরি,ছিনতাই,ডাকাতি,এমনকি হত্যার মতো ঘটনা বেড়ে গিয়েছে যা জনগণের মাঝে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি হত্যা এর মত ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
এমন পরিস্থিতি এড়াতে দেশের সকল থানায় পুলিশি কার্যক্রম বৃদ্ধি পেয়েছে যার ধারাবাহিকতায় রাজধানীর কদমতলী থানার কার্যক্রম ও চোখে পড়ার মতো। কদমতলী থানা অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের সাথে আলাপকালে বলেন,তিন মাদক,চাঁদাবাজ, সন্ত্রাস কে চ্যালেন্জ হিসাবে নিয়েছেন,যা আজ অত্র এলাকায় দৃশ্যমান। যেখানে যখন কোন জরুরী তথ্য পাচ্ছি তাৎক্ষণিক আমরা ফোর্স পাঠিয়ে তথা নিজে উপস্থিত থেকে এর পর্যবেক্ষণ করছি। আইনশৃঙ্খলার উন্নয়নে আমাদের প্রচেষ্টা সব সময় চলমান রয়েছে।
নানান প্রতিকূলতা সত্ত্বেও ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) সালেহ উদ্দিন এর সার্বিক সহযোগিতা অব্যাহত আছে বলে ওসি মাহমুদুর রহমান বলেন।
কদমতলী থানা সুত্রে জানা যায় পহেলা জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১০ দিনে মোট ২০টি মামলার রুজু করা হয়েছে। আসামি ও ধরা পড়েছে উল্লেখযোগ্যভাবে।
মামলাগুলির মধ্যে রয়েছে হত্যা মামলা ১ টি,অপহরণ মামলা ১টি, মাদক মামলা ৮টি, ছিনতাই মামলা ৪টি, ডাকাতি মামলা ১টি, বিস্ফোরক মামলা ১টি, চুরির মামলা ১টি ও অন্যান্য মামলা ২টি। যা কদমতলী বাসির জন্য একটি আস্থার জায়গা তৈরি করেছে।